ফার্স্ট ইম্প্রেশনে ১০টি সাবজেক্টের স্টুডেন্টদের বিষয়ে যা মাথায় আসে

১১০৯ পঠিত ... ১৪:২৪, সেপ্টেম্বর ১৭, ২০২০

ফেসবুকে 'ফার্স্ট ইম্প্রেশন চ্যালেঞ্জ' সপ্তাহজুড়ে হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। #firstimpressionchallenge লেখা পোস্ট দিয়েছে ফেসবুকাররা, যে পোস্টের কমেন্টে ফ্রেন্ড-ফলোয়াররা জানিয়েছেন তার সম্পর্কে তাদের ফার্স্ট ইম্প্রেশন। চলুন একটু ভাবা যাক, বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টদের ব্যাপারে ফার্স্ট ইম্প্রেশনে সবাই কী ভাবে!

১# টেক্সটাইল ইঞ্জিনিয়ার
শপিং করতে নিয়া যামু। কাপড় চিনবে ভালো।

২# ফ্যাশন ডিজাইনার
ঢোলা শার্টগুলো নিয়ে আসলে ফিটিং করে দিতে পারবে।

৩# কম্পিউটার ইঞ্জিনিয়ার
উইন্ডোজ সেটাপ দেয়া নিয়ে আর কোন টেনশন নাই।

৪# ইনফরনেশন টেকনোলজি
গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড আর কোন ধানাইপানাই করতে পারবেনা। একে দিয়ে আইডি হ্যাক করে ফেলবো।

৫# সাংবাদিক
ছাদের রোপন করা ৩টা বেগুন গাছ নিয়ে ফিচারটা এবার করিয়ে ফেলবো।

৬# ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
যাক, বাসায় এসি ফ্যান লাগানোর লোক পাওয়া গেলো।

৭# ইংরেজি সাহিত্য
ইংলিশ সিভি লিখে দিতে পারবে।

৮# বাংলা সাহিত্য
জন্মদিনে কবিতা দিয়ে ফেসবুকে উইস করবে। প্রেমিক/প্রেমিকার জন্মদিনেও কবিতা লিখে দিতে বলবো।

৯# চারুকলা
ভাই, আমার একটা স্কেচ এঁকে দিবেন?

১০# মেডিকেল
ফেসবুকে অ্যাড হয়ে নেই আগে। জ্বর, সর্দি, মাথাব্যথায় পরামর্শ নেয়া যাবে।

১১০৯ পঠিত ... ১৪:২৪, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top