বাঙালি যে ১০টি বিষয়ে নিজেকে সবার চেয়ে আলাদা ভাবে

১৩১৭ পঠিত ... ১৭:০৯, জুলাই ২৯, ২০২০

আমরা সবাই কিছু কারণে নিজেকে ব্যতিক্রম ভাবতে ভালোবাসি। অথবা বলা যেতে পারে, নিজেকে ব্যতিক্রম না ভাবাটাই একটা ব্যতিক্রম ব্যাপার। কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যেই কম বেশি আছে, যেগুলোর কারণে আমাদের সবারই নিজেকে ইউনিক মনে হয়। চলুন দেখে নেই সেইসব কমন 'ইউনিক' ব্যাপারগুলো...

১# আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ।

২# আমার সহজে রাগ ওঠে না। তবে একবার রাগ উঠলে খবর আছে।

৩# আমি একটু চাপা স্বভাবের, কিন্তু কথা বললে মন খুলেই বলি।

৪# আমি যখন কাউকে ভালবাসি, জীবন দিয়ে ভালবাসি। কিন্তু একবার যখন মুখ ফিরিয়ে নেই, যা কিছুই কর, আর ফিরেও তাকাই না।

৫# আমি খুব বেশি মানুষের সাথে মিশি না, কম যা কিছু মানুষের সাথে মিশি তাদের সাথেই আমি অনেক ক্লোজ।

৬# আমি সারাদিন পড়ি না, কিন্তু যতটুকু পড়ি মন দিয়েই পড়ি।

৭# সহজে আমি মারামারি করি না, কিন্তু একবার মার শুরু করলে আমার আর হিসাব থাকে না।

৮# এমনিতে আমি অফিস কামাই করি না। তবে একবার ছুটি নিলে অফিসে আর যেতেই মন চায় না।

৯# সারা বছর কিটো ডায়েটই করি, কিন্তু কাচ্চি বিরিয়ানি পেলে আর কিছু মনে থাকে না।

১০# সারাদিন ফোন টেপা আমার একেবারে পছন্দ না, কিন্তু একবার ফেসবুকে ঢুকলে সারাদিনের আর খবর থাকে না।

১৩১৭ পঠিত ... ১৭:০৯, জুলাই ২৯, ২০২০

Top