ইনসমনিয়ার সুবিধা ও অসুবিধা: রাত জাগা পেঁচারা রিলেট করতে পারবেন

১৫৫৫ পঠিত ... ১৯:৫৫, জুলাই ১৩, ২০২০

ইনসমনিয়া হলো এমন রোগ, যে রোগে রাতে ঘুম আসে না। তবে আধুনিক যুগে অবশ্য ইচ্ছে করে রাত না জাগাও ইনসমনিয়া হিসেবে অভিহিত হয়। সে যাই হোক, যেসব মহান রাতের পেঁচারা সারা রাত জাগেন এবং সারাদিন ঘুমান, তারা কিছু কমন অভিজ্ঞতার সম্মুখীন হন। সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে সুবিধা এবং অসুবিধা, দুটোই আছে। চলুন দেখে নেয়া যাক সেসব সুবিধা ও অসুবিধা, রাত জাগা পেঁচারা রিলেট করতে পারবেন অবশ্যই!

 

১#

সুবিধা: যখন সবাই ঘুমাতে যেতে প্রস্তুতি নিচ্ছে তখন আপনার দিন কেবল শুরু হচ্ছে।
অসুবিধা: খুব কিছু করার নাই এই টাইমে।

 

২#

সুবিধা: রাতে বন্ধুর বাসায় পার্টি আছে? কোনো ব্যাপারই না। সারারাত ধরে পার্টি করতে পারবেন, আপনার দিন তো কেবল শুরু...
অসুবিধা: সকালে কোনো প্ল্যান থাকলে ওটা মাঠে মারা যাবে।

 


৩#

সুবিধা: রাত অনেক শান্ত। যেকোনো কাজ আরাম করে শান্তিমতো করা যায়।
অসুবিধা: রাত একটু বেশিই শান্ত... মাঝেমধ্যে, ইয়ে... ভৌতিক!

 

৪#

সুবিধা: কেউ আপনাকে ডিস্টার্ব করবে না।
অসুবিধা: আপনি একা। কারণ তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছে।

 

 

৫#

সুবিধা: আপনি আপনার ইচ্ছামত সময় ব্যয় করতে পারবেন।
অসুবিধা: আপনি সমাজ থেকে বিচ্ছিন হয়ে যাবেন।

১৫৫৫ পঠিত ... ১৯:৫৫, জুলাই ১৩, ২০২০

Top