করোনার সময়ে যে ১০টি পেশাজীবির অবস্থা একেবারেই বিপন্ন

৫১৯ পঠিত ... ১৯:২২, জুলাই ০৫, ২০২০

করোনায় অর্থনৈতিক সংকটে ধুঁকছে পুরো বিশ্ব। চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ, ওষুধপত্র, সাবান আর মাস্ক বাদে সব ব্যবসাতেই যেন জ্বলছে লালবাত্তি। আমাদের দেশেই এমন কিছু করোনা-বিপন্ন পেশাজীবী আছেন, যাদের কথা কেউ ভাবে না। অন্যান্য পেশার মানুষদের দুরবস্থা নিয়ে আলোচনা হলেও, তাদের জন্য যেন কারো সহানুভূতি নেই। কিন্তু যার কেউ নেই, তার eআরকি তো আছেই। আমরা তাই ভেবে বের করেছি সেই নিগৃহীত বিপন্ন পেশাজীবী কারা!

 

১# ছিনতাইকারী
সন্ধ্যা হলে মানুষ তো এখন বেরই হয় না। ছিনতাই করবে আর কাকে?

২# 'শক্তিবর্ধক' বিজ্ঞাপন বিলিকারী
বাস চলছে সীমিত আকারে। রাস্তায় বাসগুলোতে যাত্রীরাই ঢুকতে পারেন না ভয়ে। বাসের জানালার ফাঁকে তারাও এখন গুঁজে দিতে পারছেন না 'শক্তিবর্ধক' বিজ্ঞাপনের হ্যান্ডবিল।

৩# রাস্তা খোঁড়াখুড়ির শ্রমিক
রাস্তা খোঁড়া হচ্ছে, কিন্তু আশেপাশে সেটাই ঘণ্টার পর ঘণ্টা চোখ চেয়ে দেখা মানুষের এখন বড় অভাব। তাই যথেষ্ট দর্শকের অভাবে মুষড়ে পড়েছেন মাটি খোঁড়া শ্রমিকেরা।

৪# 'কোম্পানির প্রচারের স্বার্থে' মাইকিংওয়ালা
ব্যবসার অভাবে কোম্পানিই এখন লাটে। সেই কোম্পানির প্রচারের জন্য মানুষই নেই হাটে ঘাটে। মাইকিংওয়ালার মাইক তাই এখন নীরব।

৫# লিপস্টিক বিক্রেতা
বাইরে বের হবার কাজই তো আর নেই। লিপস্টিক লাগিয়ে আর কী হবে? আর বাইরে বের হলেও, মুখ থাকে মাস্কে ঢাকা। লিপস্টিক ব্যবসায় তাই চলছে এখন চরম দুর্দিন।

৬# চর্মরোগের ডাক্তার
হাত ধুতে ধুতে ধুতে... চর্মরোগ তো দুরের কথা, হাতের চামড়া পর্যন্ত নিস্তার পাচ্ছে না। তাই চর্মরোগের ডাক্তার, ঔষধ বিক্রেতারা অল্টারনেটিভ ব্যবসা খোঁজায় ব্যস্ত।

৭# এক টাকার চকলেট ব্যবসায়ী
চা-সিগারেটের দোকানে কেউ এখন আর ধরনা দেয় না। কাজেই, তারাও এখন আর এক টাকা ফেরত দেয়ার জন্য চকলেট ব্যবহার করেন না। তাই এক টাকার চকলেট ব্যবসায়ীর ব্যবসা এখন বন্ধ।

৮# 'বাসায় বসে অনলাইনে আয়' করার বিজ্ঞাপনকারী
মানুষ যখন অফিস-ঘাটে দৌড়াদৌড়ি করতো, তখন এই ধরনের বিজ্ঞাপন প্রায়ই চোখে পড়তো সবার। এখন ঘরে বসে অনলাইনে কাজ করার সুযোগ যখন অফুরন্ত, তখনই এই ধরনের বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না। এই রহস্যের কূলকিনারা কেউই করতে পারছেন না।

৯# ভাগ্য গণনার টিয়াপাখি
মানুষই দেখা যাচ্ছে না, তার আবার ভাগ্য! কাজেই ভাগ্যের খামবন্ধ চিঠি তুলতে না পেরে ঘরে বেকার বসে রয়েছে ভাগ্য গণনাকারী সব টিয়াপাখিরা।

১০# পেশাদার মিছিলকারী
আজকে রাস্তা অবরোধ, কালকে ভাংচুর, পরশু পথ কাঁপানো শ্লোগান... আহ, সেইসব সোনাঝরা দিন। আজকে মিছিলের অভাবে কেউই তাদের আর কল টল দেয় না, মিছিল শেষে পকেটে কিছু গুঁজেও দেয় না। তাই তাদের জীবনে চলছে এখন চরম শনির দশা।

৫১৯ পঠিত ... ১৯:২২, জুলাই ০৫, ২০২০

Top