মায়েদের যে ১০টি রহস্যময় ব্যাপার কেউ ব্যাখ্যা করতে পারে না

২১৮৩ পঠিত ... ২২:৫২, মে ১০, ২০২০

পৃথিবীর অনেক সূত্রকেই অপার বিস্ময়ে ভুল প্রমাণ করে দিতে পারে মায়েরা। মায়েদের সেসব বিস্ময়কর কর্মকান্ড দেখে কে জানে, হয়তো সৃষ্টিকর্তাও অবাক হয়ে যান (আবেগে কইলাম ভাই ভুল বুইঝেন না)। আমাদের যাদের মা আছে, প্রতিদিনের জীবনে এক পরম সৌভাগ্যে আমরাও সাক্ষী হই এমন অনেক বিস্ময়ের। ব্যাখ্যাতীত এমন অগণিত বিস্ময় থেকে রায়হান আমিন জানাচ্ছেন মাত্র ১০টি অপার রহস্যের কথা। এমন হাজারো রহস্যময় ব্যাপার আপনিও নিশ্চয়ই আপনার মায়ের মধ্যে দেখেছেন...

 

১# চকলেট, আইসক্রিম, জুস খেলে শুধু মায়েদেরই কেন গলা জ্বলে?

২# গলার স্বর শুনেই মায়েরা কীভাবে জানে যে আপনার শরীর খারাপ, মন খারাপ, অথবা আপনি ভালো নেই?

৩# অসুস্থ হলেও মা বাসার কাজকর্ম থেকে সিক লিভ কেন নেয় না?

৪# প্রতি ঈদ/পুজার বাজেটে নিজের জন্য বাজেট না রেখে আমাকে ভর্তুকি দেয় কোথা থেকে?

৫# ওয়েট মেশিনে সুষম গতিতে ওজন বাড়তে থাকা আমাকে তার কাছে সবসময় শুকনা কেন দেখায়?

৬# কিপটামির জন্য বাবাকে বকাবকি করা মা আমাকে 'জমিদারের বাচ্চা' কেন বলে?

৭# রাতে একটু জোরে কাশি দিলে বা ডাইনিংয়ে হালকা শব্দ করলেও মা কীভাবে শোনে, ভদ্রমহিলা কি ঘুমান না?

৮# মা হয়ে যাওয়ার পর তাঁদের কাছে দামি জিনিস কেন আর ভালো লাগে না?

৯# মুরগির হাড় আর মাছের লেজের অংশ প্রতিটি মায়ের কীভাবে প্রিয় হয়?

১০# হারিয়ে যাওয়া আপনার ব্যবহার্য বস্তুটিও মা কীভাবে দু মিনিটের মধ্যেই খুঁজে বের করেন?

২১৮৩ পঠিত ... ২২:৫২, মে ১০, ২০২০

Top