কেয়ার রিয়্যাকশন চাহিয়া মার্ক জাকারবার্গের ইনবক্সে এক বাঙালি ফেসবুকারের আবেদনপত্র

৯০১ পঠিত ... ১৯:৪২, এপ্রিল ৩০, ২০২০

৩০/০৪/২০২০
বরাবর
মার্ক জাকারবার্গ
সিইও, ফেসবুক
আমেরিকা

বিষয়: ফেসবুকে কেয়ার রিয়্যাকশন সংযুক্ত করা প্রসঙ্গে।

জনাব,
স্বযত্ন নিবেদন এই যে, আমরা বাংলার ১৬ কোটি মানুষের ১৬ কোটি ফেক আইডি, ১৬ কোটি পেজসহ ৪৮ কোটি ফেসবুক আইডির 'কেয়ারলেস' মালিক। ফেসবুক ইতোমধ্যে 'কেয়ার' নামক নতুন একটি রিয়্যাক্ট চালু করলেও আমরা বেশিরভাগই এখনো কেয়ারপ্রাপ্ত হইনি। কেয়ার রিয়্যাক্টের অভাবে প্রকাশ্যে ও গোপনে রিলেশনশিপ স্ট্যাটাস ডাবল থাকা আইডিগুলো 'বাবু খাইছো?' রিয়্যাক্ট দিয়ে কেয়ারফুল হয়ে আসলেও বেশিরভাগ আইডিই কেয়ারলেস জীবনযাপন করছে। কেয়ার রিএ্যাক্টের অভাবে অনেকে সেল্ফ কেয়ারের ভারসাম্য হারিয়ে যাকে তাকে 'বাবু খাইছো?' লিখে মেসেজ করছে। ফলে প্রচুর ব্লক ও স্ক্রিনশট ফাঁসের ঘটনাও ঘটছে। অনেকের গার্লফ্রেন্ডের স্ট্যাটাসে অন্য ছেলেরা এসে কেয়ার রিয়্যাক্ট করে গেলেও বয়ফ্রেন্ডরা কেয়ার করতে পারছে না, ফলের অনেকেরই প্রেম এখন হুমকির মুখে। কেয়ার রিয়্যাকশন যে গুটিকতক ফেসবুকাররা পেয়েছে, তারা সবরকম পোস্টে কেয়ার দিয়ে ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে, অথচ আমরা বঞ্চিত!

ইতোপূর্বে অনেকবার আপনার ফেসবুক ইনবক্স ও কমেন্টবক্সে কেয়ার রিয়্যাক্টের আবেদন করার পাশাপাশি 'বাবু খাইছো?' লিখলেও আপনার কোন রিয়্যাক্ট কিংবা রিপ্লাই পাওয়া যায়নি। আপনাকে প্রথম সার্চে না পেয়ে অনেকে মার্ক টোয়েন, মার্ক রাফোলো, মার্কো অ্যাসেনসিওর ফেসবুক আইডিতে কেয়ার রিয়্যাক্টের আবেদন করায় তাদের ড্যামকেয়ার আচরণের শিকারও হয়েছেন।

অতএব, মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে, আমাদের কেয়ারলেস বিষয়টি আপনার কেয়ারে নিয়ে আমাদেরকে স্বযত্নে একটু কেয়ারফুল করে দিন।

নিবেদক
বাংলার 'কেয়ারলেস' ফেসবুক জনতা

৯০১ পঠিত ... ১৯:৪২, এপ্রিল ৩০, ২০২০

Top