eআরকি ডেস্ক ক্যালেন্ডারে আপনি যে ১০টি সুবিধা পাবেন না

১৫১৭ পঠিত ... ১৯:০৩, ফেব্রুয়ারি ১৭, ২০২০

বাজারে এসেছে 'eআরকি ডেস্ক ক্যালেন্ডার ২০২০'। ২০১৯ সালে অনলাইনে জনপ্রিয় ও চর্চিত হয়ে ওঠা ১২টি উক্তি নিয়ে প্রকাশিত হয়েছে এই ক্যালেন্ডার। প্রতিটি পাতায় আপনি দেখতে পাবেন জনপ্রিয় একটি উক্তি, সেই সঙ্গে তাহা কোন প্রসঙ্গে বলা হইয়াছিল এবং কী করিয়া জনপ্রিয় হইয়া উঠিল, সেই তথ্যও পাওয়া যাবে। সঙ্গে উক্তিটির বক্তার আকর্ষণীয় ক্যারিকেচার আর দৃষ্টিনন্দন ডিজাইন। ক্যালেন্ডারটি কেনার আছে ১০১টা কারণ, তা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তবে ক্যালেন্ডারটি না কেনার সর্বসাকূল্যে খুঁজে পাওয়া গেছে ১০টি 'সম্ভাব্য' কারণ। কেনার আগেই দেখে নিন, আপনি এই ক্যালেন্ডারটি ব্যবহারে কোন ১০ রকমের অসুবিধার সম্মুখীন হবেন।

১# আপনার বাসায় যদি ডেস্ক না থাকে, তাহলে আপনি এই ডেস্ক ক্যালেন্ডারের সঙ্গে ডেস্ক ফ্রি পাবেন না। সেক্ষেত্রে ক্যালেন্ডারটি চেয়ার, টেবিল, খাট, ওয়ার্ড্রোবের উপর এসব জায়গায়ই রাখতে হবে।

২# এই ক্যালেন্ডারটি ডিজিটাল না, কাগজের ক্যালেন্ডার। সুতরাং এই ক্যালেন্ডার ডিজিটাল সময়, দিন, তারিখ এসব দেখাবে না। ক্যালেন্ডারের অমুক তারিখে তমুক ঘটনা রিমাইন্ডার দিয়ে রাখার কোনো সিস্টেম নেই।

৩# এই ক্যালেন্ডার দিয়ে আপনি বছর শেষে বই মলাট করতে পারবেন না।

৪# ফুল-ফল-লতা-পাতা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য... সাধারণত ক্যালেন্ডারে যেসব বোরিং ছবি থাকে বলে পাতা ওল্টাতে ইচ্ছা হয় না, এই ক্যালেন্ডারের কোনো পাতায় এমন কোনো বোরিং ছবি নেই। তাই মাস শেষ হলে (কিংবা শেষের আগেই) পাতা ওল্টাতে ইচ্ছা হবে। এক বছরে ১২ বার পাতা ওল্টানো কষ্টের কাজ তো বটেই।

৫# প্রতি মাসে ক্যালেন্ডারের পাতা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে নিজেই উল্টে যাবে না। ম্যানুয়াল পদ্ধতিতে নিজের হাতে উল্টাতে হবে।

৬# যেহেতু এটি একটি ডেস্ক ক্যালেন্ডার, আপনি এটা দিয়ে দেয়ালের রঙচটা অংশ কিংবা ছিদ্র ঢাকতে পারবেন না।

৭# এই ক্যালেন্ডারে বাংলা, আরবি, হিব্রু ইত্যাদি যেসব বর্ষের দিন-তারিখ আপনি ফলো করেন না, সেগুলো নেই। এছাড়া মায়ান, গ্রেগরিয়ান ইত্যাদি নানান ধরনের বর্ষও এই ক্যালেন্ডারে খুঁজে পাবেন না।

৮# ক্যালেন্ডারের প্রতিটি পাতা খুবই ভালো মানের শক্তপোক্ত হওয়ায় এটা দিয়ে ঝালমুড়ির ঠোঙা বানানো খুব কষ্টকর হবে।

৯# যদিও এটা একটা ক্যালেন্ডার, তবু এটা চোখের সামনে থাকার পরও আপনার মাঝেমধ্যে দিনতারিখের গন্ডগোল হতে পারে। এরপর হয়তো হুট করে খেয়াল করবেন, আগের কোনো এক মাসের ইলাস্ট্রেশনটা খুব বেশি ভালো লেগে যাওয়ায় মাস চলে যাওয়ার পরও আপনি ক্যালেন্ডারের পাতাই ওল্টাননি। কিংবা পরের কোনো মাসের পাতা আপনি উল্টে রেখেছেন সেই পাতাটা বেশি ভালো লেগেছে বলে।

১০# বাজারের অন্যান্য কিংবা ফ্রি পাওয়া ক্যালেন্ডারগুলোর মতো এটি নিতান্তই সাদামাটা নয়, প্রতি পেজেই রয়েছে বিগত বছরে অনলাইনে জনপ্রিয় হওয়া উক্তি এবং ব্যক্তিত্বের আকর্ষণীয় ক্যারিকেচার ও দৃষ্টিনন্দন ডিজাইন। তাই বাসার কোনো অনিরাপদ জায়গায় এটা ফেলে রাখলে হুট করে চুরি হয়ে যেতে পারে। বাসায় আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধব আসলেও ক্যালেন্ডারটি সাবধানে ও নিরাপদে রাখতে হতে পারে। সবচেয়ে বড় সমস্যা, ঘরের এত কিছু রেখে যে এই ক্যালেন্ডারটি চুরি করবে, আপনি তার রুচির প্রশংসা না করে পারবেন না।

 

*এত অসুবিধা যে বস্তুটির সেটি সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। অর্ডার করতে ইনবক্স করুন earki পেজে।

১৫১৭ পঠিত ... ১৯:০৩, ফেব্রুয়ারি ১৭, ২০২০

Top