যে ১০ ধরনের মানুষের পেশাগত সাফল্যের সম্ভাবনা শূন্য

২১৯৭ পঠিত ... ১৮:৫৮, ডিসেম্বর ১১, ২০১৯

কথায় আছে, 'মুখচোরা বেশ্যা, কেশো চোর আর কানো খাটো উকিলের কোন পসার নেই।' বহু আগে থেকেই বাংলার মানুষ এই কথাটি উদাহরণ হিসেবে বলে থাকে। কিন্তু আরও আরও পেশার লোকদের কী হবে? তাদেরও কি রোগ-শোকের কোন বাছ-বিচার আছে? 

eআরকির গবেষক দল এই জন্য খুঁজে খুঁজে বের আরও ১০টি পেশা বা ধরনের মানুষ। এইসব পেশার মানুষদেরও কিন্তু একটি নির্দিষ্ট রোগ থাকতে নেই! চলুন দেখে নেই- কোন ১০ ধরনের মানুষের নির্দিষ্ট পেশায় পসার না হওয়া সুনিশ্চিত... 

১# তেলাপোকা ভীতিতে ভোগা রেস্টুরেন্টের কিচেন পরিদর্শন করা ম্যাজিস্ট্রেট।

২# ক্রনিক ডায়রিয়ায় ভোগা ঢাকা শহরের জ্যাম ঠেলে গাড়ি চালানো ড্রাইভার।

৩# তোতলামিতে ভোগা মোটিভেশনাল স্পিকার।

৪# চর্মরোগে আক্রান্ত খাউজানির মলম বিক্রেতা।

৫# ফেসবুকে প্রচারে অনাগ্রহী বইমেলার নব্য লেখক।

৬# একজন লিফটম্যান, যিনি চেইন স্মোকার।

৭# 'গ্রামার-নাজি' সিনড্রোমে ভোগা সোশ্যাল মিডিয়া পেজের ম্যানেজার।

৮# ‘সহমত’ পোষণ না করতে পারা রাজনৈতিক কর্মী।

৯# শ্বাসকষ্টের জন্য বাঁশিতে ফুঁ না দিতে পারা নাইটগার্ড।

১০# ‘আগামীকালকেই পাবেন’ উক্তিতে আশ্বস্ত হয়ে যাওয়া পাওনাদার।

২১৯৭ পঠিত ... ১৮:৫৮, ডিসেম্বর ১১, ২০১৯

Top