পুরুষ দিবসে আপনার পরিচিত পুরুষকে যে ১০টি ধাপে সমঅধিকার প্রদান করবেন

৩০৯৩ পঠিত ... ১৫:৪৬, নভেম্বর ১৯, ২০১৯

নারী দিবসে অনেককেই বলতে (এবং স্ট্যাটাস দিতে) দেখা যায়, 'নারী দিবস আছে কিন্তু পুরুষ দিবস নেই কেন'! আপনিও যদি হন তেমনই একজন, তবে জেনে রাখুন, ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। কী করবেন এই পুরুষ দিবসে, আপনার কাছের পুরুষের জন্য কীভাবে বানাবেন দিনটি? দেখে নিন, 'নারী দিবস' পদ্ধতিতে পুরুষকে 'সমঅধিকার' প্রদানের ১০টি ধাপ।

অলংকরণ: শফিক হীরা

১# ঠিক রাত বারোটায় ফোন দিয়ে 'আন্তর্জাতিক পুরুষ দিবস' এর শুভেচ্ছা জানান।

২# সকালে তাকে নিয়ে ঘুরতে বের হন। তাকে বলে দিন, চাইলে দুয়েকজন বন্ধুকে সাথে নিতে পারে।

৩# সে বের হতে দেরি করলে অপেক্ষা করুন। তার রেডি হতে (মেকআপ করতে) যে দুয়েক ঘন্টা সময় লাগে, সেটা আপনার চেয়ে কে ভালো জানে!

৪# লাঞ্চের সময় সে দুয়েকটা (আই মিন দুয়েকশ) সেলফি তুলতে চাইলে তিরষ্কার করবেন না।

৫# তার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করুন। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত এক সেকেন্ড বেশি মনোযোগ কাউকে দেবেন না।

অলংকরণ: শফিক হীরা

৬# তাকে শপিংয়ে নিয়ে যান, সে দু-চার ঘন্টা ধরে একটা শার্ট পছন্দ করে উঠতে না পারলেও বিরক্ত হবেন না। বছরে এই একটা দিনই তো বেচারার। গিফট হিসেবে একটা চার্জেবল লাইটার দিতে পারেন।

৭# তাকে সন্ধ্যার আগেই বাসায় পৌছে দিন।

৮# বাসায় ঠিকমতো পৌঁছালো কিনা খবর নিন।

৯# রাতে ফোন বিজি পেলে সিন ক্রিয়েট করবেন না। আমেরিকা থেকে তার কাজিন ফোন দিতেই পারে।

১০# রাতে ঘুমোনোর আগে তাকে জানিয়ে দিন, এইসব কেবল একদিনের জন্যই। কাল থেকে আবার আগের নিয়মেই দেশ চলবে।

৩০৯৩ পঠিত ... ১৫:৪৬, নভেম্বর ১৯, ২০১৯

Top