তিন দিনে টেস্ট হারার পরেও বাংলাদেশ দলের যে ১০টি ইতিবাচক দিক কারো চোখে পড়েনি

৫১৪ পঠিত ... ১৯:০১, নভেম্বর ১৭, ২০১৯

প্রতিটা পরাজয়ের পরেই দলের ক্যাপ্টেন কিংবা অধিনায়ককে কিছু ইতিবাচক দিক খুঁজে বের করতে হয়। টেস্টের হিসাবে আমাদের সেটা প্রতি ম্যাচের শেষেই করা লাগে আর কি... (মানে হারতেই তো আছি...)। যথেষ্ট খারাপভাবে হারার পরেও ইতিবাচক দিক খুঁজে বের করা অধিনায়কের জন্য মুশকিলই বটে। আর যেহেতু নতুন এবং তরুণ অধিনায়ক, কাজটা আরও কঠিন হওয়ার কথা। কাজটাকে সহজ করে দিতে তাই আছে eআরকি। আমরা খুঁজে বের করেছি একটা না, দুইটাও না, ১০টা ইতিবাচক দিক। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট, দ্রুত চোখ বুলিয়ে দেখে নিন... সংবাদ সম্মেলন সহজে পার করতে পারবেন!

 

১# তিনদিনেই খেলা শেষ হয়ে যাওয়ায় ইন্দোরের ভারত বিখ্যাত পোহা জিলাপি চেখে দেখার সুযোগ পাচ্ছেন দুই দলের খেলোয়াড়, কোচ, আম্পায়ার সকলেই! পাঁচদিন শুধু ক্রিকেট মাঠে দৌড়ঝাপ করা আর গ্যালারিতে বসে থাকার চেয়ে তো ভালো, নাকি?

২# ভারতের অন্তত একজন বোলারকে হলেও দুই ইনিংসে উইকেট শূন্য রাখতে পারা। এইটা কি কম কথা?

৩# ম্যাচ, হৃদয় বা কলিজা কোনকিছুই জিততে না পারলেও টসে জিতেছে বাংলাদেশ! টস জেতা তো অর্ধেক ম্যাচ জেতা, এটা ভুলে গেলে চলবে কেন!

৪# সামনের টেস্টে গোলাপি বলে ফাটিয়ে দেয়ার জন্য দুই দিন বেশি প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ। লাল বলে তো অনেক খেলা হয়েছে, আরও দুইদিন খেলে লাভ কী! তার চেয়ে গোলাপি বলের জন্য নিজেকে প্রস্তুত করে পরের টেস্টে 'দেখিয়ে দেয়া'টাই ভালো না? (কী দেখানো হবে সেটা অন্য কথা!)

৫# সাকিব নামে যে আমাদের একজন খেলোয়াড় ছিলেন, প্রতিটা মুহূর্তে জাতিকে সেটা মনে করিয়ে দেয়া এই টেস্টের অন্যতম ইতিবাচক দিক। বিশ্বসেরা এমন একজন খেলোয়াড়কে যেন তার অনুপস্থিতিতে মানুষ ভুলে না যায়, সে কথাও তো তার টিমমেটদের ভাবতে হবে!

৬# আমরা সবাই দুইবার করে ব্যাটিং করেছি, আর ওরা করেছে মাত্র একবার। আরেকবার ব্যাট করার সুযোগ না দেয়াটা অবশ্যই আমাদের সাফল্য। বলেন, রোহিত শর্মা পরের ইনিংসে ৩০০ করলে কেমন হইতো?

৭# চারজন বোলার ১০০+ রান দিছে, খেলা আরও হইলে ৫ জনই দিত। সেটা আমরা ঠেকাতে সক্ষম হয়েছি। খারাপ কী?

৮# ইমরুল কায়েস ছিলেন দুই দল মিলিয়ে ম্যাচের সবচেয়ে কনসিস্ট্যান্ট ব্যাটসম্যান। দুই ইনিংসেই তিনি কনসিস্ট্যান্টলি ৬ রান করেছেন। এরকম কনসিস্ট্যান্সি আর দেখাইতে পারবেন এই ম্যাচে?

৯# এই ম্যাচে মুস্তাফিজ অন্তত খারাপ বল করে নাই। মারও খায় নাই। সে খেলে নাই সেটা ভিন্ন প্রসঙ্গ...

১০# অনেক ম্যাচেই আমরা ক্রিকেটারদের মধ্যে ভালো টিমওয়ার্ক দেখতে পারি না। এ ভালো খেলে তো বাকিরা খারাপ খেলে। এই ম্যাচে আমরা অসাধারণ টিমওয়ার্ক দেখতে পেয়েছি... সবাই খারাপ খেলেছে! এই টিমওয়ার্কটা মেইনটেইন করে জাস্ট ভালো খেলে গেলেই তো চলছে...

৫১৪ পঠিত ... ১৯:০১, নভেম্বর ১৭, ২০১৯

Top