'সাকিব না খেললে বাংলাদেশের খেলা দেখবো না' পাবলিকরা যে ১০টি সিস্টেমে খেলা দেখতে পারেন

১৬৯২ পঠিত ... ২১:৩৩, নভেম্বর ০৩, ২০১৯

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইসিসির নিয়মের ফাঁদে পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই চলতি ভারত সফরে নেই সাকিব। সাকিব নিষিদ্ধ হওয়ার পরে অনেকেই আবেগপ্রবণ হয়ে ফেসবুকে লিখে ফেলেছিলেন, 'সাকিব না খেললে বাংলাদেশের খেলা দেখবো না'! নিশ্চয়ই সেটা আবেগ কিংবা আফসোস থেকেই বলা। কিন্তু ফেসবুকে যেহেতু বলে ফেলা হয়েছে, এখন খেলা কীভাবে দেখবেন? বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকরা তো আগের প্রতিজ্ঞা বারবার মনে করিয়েই দেবে! চিন্তা নেই, eআরকি আছে না? আমরা ভেবে বের করেছি এরপরও খেলা চালিয়ে যাওয়ার ১০টি বিকল্প পদ্ধতি। 

 

১# আপনারা খেলা দেখতেই পারেন। কিন্তু বাংলাদেশের খেলা দেইখেন না। ইন্ডিয়ার খেলা দেখেন...

২# এফএম রেডিওতে খেলা শুনুন! ঘরে বাইরে, মাঠে-ঘাটে, অফিসে-রেস্টুরেন্টে যেকোনো জায়গা থেকেই খেলার আপডেট জানতে পারলেন!

৩# আপনাদের জন্য রয়েছে ক্রিকেট লাইভ স্কোর। একনাগাড়ে খেলা দেখার দরকারটা কী, একটু পরপর ক্রিকইনফো থেকে খেলা পড়তে থাকুন।

৪# দিল্লীর বায়ুদূষণ একটি ক্রিকেট ম্যাচের উপর কী ধরণের প্রভাব রাখতে পারে, সেটা দেখতে পারেন।

৫# বাসায় খেলা চালানো যাবে না বলে বিদ্রোহ করে বসুন। এরপর বাসার লোকজনই নিজেদের স্বার্থে আপনার হাত-পা বেঁধে টিভি ছেড়ে দেবে।

৬# চোখে কালো চশমা লাগিয়ে টিভির সামনে বসে পড়ুন। কেউ যদি জিজ্ঞেস করে ‘কিরে তুই না বলছিলি খেলা দেখবি না’... তাদেরকে বলুন আপনি উদাস হয়ে অন্যদিকে তাকিয়ে আছেন।

৭# টিভি ছেড়ে দিয়ে টিভি বরাবর উল্টো দিকে একটা আয়না রাখুন। এরপর বাংলাদেশের খেলা দেখবেন না বলে রাগ করে টিভির উল্টো দিকে ঘুরে থাকুন!

৮# খেলা দেখে ফেলুন। এরপর কেউ কিছু জিজ্ঞেস করলে বলুন, 'আমি ঘুমে ছিলাম, স্বপ্নে খেলা দেখছি। আমার হিসাব নাই।'

৯# একজন লোক নিয়োজিত করুন খেলা দেখার জন্য। এরপর একটু পর পর তার কাছ থেকে খেলার স্কোরসহ কেমনে কী হইলো বিস্তারিত বিবরণ জেনে নিন। একজন আর্টিস্ট হায়ার করলে খেলার পুরো ফ্রেম বাই ফ্রেম আঁকিয়েও নিতে পারেন।

১০# ক্রিকেট খেলা তো অনেক রকম হয়... টেস্ট, ওয়ানডে, টিটুয়েন্টি, সিক্স এ সাইড ইত্যাদি! কোন ধরনের খেলা দেখবেন তা তো বলেন নাই! তাই চুপচাপ খেলা দেখতে বসে যান, কেউ কিছু জিগাইলে বলবেন, 'আমি বলেছিলাম টেস্ট খেলা দেখবো না...'! একইভাবে টেস্ট খেলা দেখতে বসলে বলবেন, 'আমি বলেছিলাম টিটুয়েন্টি খেলা দেখব না...'!

১৬৯২ পঠিত ... ২১:৩৩, নভেম্বর ০৩, ২০১৯

Top