অপরাজিতা চায়ের পর টিএসসিতে আরও যে ১৬ ধরনের চা আসতে পারে

১৮৮৪ পঠিত ... ১৯:১৮, আগস্ট ২৪, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অঞ্চলে কিছুদিন পরপরই নিত্য নতুন রকমের চা এসে হাজির হয়। লেবু বা মাল্টা তো ছিলই গত কয়েক বছরে চায়ের মাঝে কখনো তেঁতুল, কখনো মরিচ আবার কখনও বা কাচকলাও দেখেছেন টিএসসির নিয়মিত বাসিন্দারা। অনেক ঢাবি শিক্ষার্থী রসিকতা করে বলেও থাকেন, সম্ভব হলে দুনিয়ার সব ফল দিয়ে চা বানাতে পারতেন টিএসসির চা দোকানিরা। সেই ধারা বজায় রেখেই সম্প্রতি টিএসসির চা দোকানি শাহবুদ্দিনের হাত ধরে ঢাকার বুকে নেমে এসেছে ‘অপরাজিতা চা’। আর এসেই ব্যাপক আলোচনায় জায়গা করে নিয়েছে এই ব্যতিক্রমী চা।
 
ছবি-গল্প-কবিতায় সুন্দর মানিয়ে যাওয়া নীল রঙের ফুল অপরাজিতা দিয়ে চা বানানোর চর্চা অবশ্য নতুন নয়। কেউ কেউ শুকনো অপরাজিতা ফুল দিয়ে চা বানিয়ে থাকলেও, এর আলোচনায় আসা এবারই প্রথম। সোশ্যাল মিডিয়ায় হুট করেই ট্রেন্ডে চলে আসা অপরাজিতা চায়ের অনুকরণে ওসমান গণি মিঠু আইডিয়া দিয়েছেন হরেক রকমের চায়ের। শ্যাওলা চা থেকে শুরু করে সিমেন্ট চা, এমন নানাবিধ চায়ের ছবিও বানিয়ে ফেলেছেন তিনি। দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস ফেসবুক পেজ থেকে পাওয়া ওসমান গণি মিঠুর ডিজাইন করা অভিনব সব চায়ের ছবি থাকছে eআরকির পাঠকদের জন্য।
 

#১

 

 

#২

 

 

#৩

 

 

#৪

 

 

#৫ 

 

 

#৬

 

 

#৭

 

 

#৮

 

 

#৯ 

 

 

#১০

 

 

#১১

 

 

#১২

 

 

#১৩

 

 

#১৪

 

 

#১৫

 

 

#১৬

১৮৮৪ পঠিত ... ১৯:১৮, আগস্ট ২৪, ২০১৯

Top