দৈনন্দিন জীবনের যেসব জিনিসের শেষ পরিণতি দেখা যায় না

১১০৯ পঠিত ... ১৬:৩৫, মে ০৭, ২০১৯

দৈনন্দিন জীবনে কিছু একটা কিনলে আমরা সেটার সর্বোচ্চ উপযোগ তুলতে চাই। খাবারের বেলায় সেটা খেয়ে ফেললেই শেষ হয়ে যায়। আবার ব্যবহার্য কিছু কিনলে তা শেষ না হয়ে গেলে কিংবা নষ্ট না হলে আমরা ব্যবহার করতে থাকি। তবে এর মাঝেও কিছু জিনিস আছে, যা আমরা ব্যবহার করতে থাকি কিন্তু কখনোই শেষ দেখে নিতে পারি না। এরা কোথায় যেন হারিয়ে যায়… কীভাবে যেন মিলিয়ে যায় কালের অতল গর্ভে। এমনই কিছু জিনিস যার শেষ আমরা দেখতে পারি না কখনোই। এরা কোন জাদুর দুনিয়ায় চলে যায়, তার কোন খোঁজ এখনো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। এমনই কিছু রহস্যময় বস্তু নিয়ে ভেবেছে eআরকি। দেখুন তো, আপনার জীবন থেকেও এই জিনিসগুলো সম্পূর্ণ ব্যবহারের আগেই হারিয়ে যায় কি?

 

১#


২#


৩#



৪#



৫#



৬#



৭#


১১০৯ পঠিত ... ১৬:৩৫, মে ০৭, ২০১৯

Top