আনরিয়েল হিউম্যানস অফ ঢাকা: শার্লক হোমস, ডেক্সটার এবং অন্যরা যদি ঢাকায় থাকতেন

১৩০০ পঠিত ... ২০:২১, জুন ১২, ২০১৮

একদিন আমাদের এই ব্যস্ত শহরে যদি হলিউডের টিভি বা সিনেমার চরিত্রগুলো নেমে আসতো, কেমন হতো ব্যপারটা? রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ দেখলেন জেসি পিংকম্যান আর ওয়াল্টার হোয়াইট ক্রিস্টাল মেথ ছেড়ে ডিসপেন্সারিতে ওষুধের ব্যবসা করছেন, কিংবা মহাপরাক্রমশালী দেবতা কাম সুপারহিরো থর তার বজ্রের হাতুড়ি দিয়ে নির্মাণাধীন বহুতল ভবনের জন্য ইট ভাংছেন? অথবা ড্রাগনমাতা ড্যানেরিস তার ড্রাগনদের নিয়ে চলে এলেন গ্রামবাংলায়! এ রকম বিভিন্ন জনপ্রিয় কাল্পনিক চরিত্ররা ঢাকায় থাকলে কীভাবে থাকতেন, কী করতেন, তা নিয়ে ভেবেছেন ফারহান আজিজ। তার ফেসবুকে তিনি ঢাকার দৃশ্যপটে সিরিজ বা সিনেমার চরিত্রগুলোকে বসিয়ে পোস্ট করেছেন 'আনরিয়েল হিউমেন অফ ঢাকা' শিরোনামের অ্যালবামে। দেখে নিন তার কল্পনায় এই ঢাকার আনরিয়েল হিউম্যানরা আসলে কেমন?

 

#১
হকআই তবে অ্যাভেঞ্জারস ছেড়ে এই কাজে নেমেছেন!

 

#২

'এদের ডিএনএ জমিয়ে রাখতে হলে তো পুরো একটা আলমারি লাগবে!'- ডেক্সটার

 

#৩
'শীঘ্রই আপনার মরিয়ার্টির সাথে সাক্ষাত হতে যাচ্ছে!'- শার্লক হোমস

 

#৪
'হায়রে জেসি, এই ড্রাগসের ব্যবসার কথা তো তোকে বলি নাই!'- ওয়াল্টার হোয়াইট

 

 

#৫

ডিজেলচালিত সিএনজি রকস্!

 

#৬
সত্যিকারের ইলেকট্রনিক মিউজিক!- ড্যাফট পাঙ্ক

 

#৭
এই যে নেন আপনার ভাংতি...এখন just beat it!- মাইকেল জ্যাকসন

 

#৮
এতদিন তো শুধু বিল্ডিং ভেঙেই আসলাম, এখন বুঝতে পারছি এগুলো বানাতে কতো কষ্ট!- থর

 

৯#

আয়রন ম্যান যখন আয়রনিং ম্যান


১০#

ঢাকার এলিয়েনদের ধরতে আসছি!- ইন্সপেক্টর স্কালি


১১#

হ্যারি পটার এন্ড দ্যা চেম্বার অফ ভ্যান


১২#

ভ্যান স্নো


১৩#

মোহামেডান-আবাহনীর সমর্থক রোনালদো ও মেসি


১৪#

র‍্যামসের রাস্তার দুঃস্বপ্ন


১৫#

সিকিউরিটি গার্ডিয়ান অফ দ্য জুতার দোকান


১৬#

মেকানিক ম্যাকগাইভার


১৭#

একুয়া মাঝি


১৮#

ব্যান্ড পার্টি


১৯#

সন অফ এনার্কিনাকি!


২০#

লবণ কার্টেলে পাবলো এস্কোবার


২১#

আক্ষরিক স্পাইস গার্লস


২২#

ঈদের আগে জামার অর্ডার শেষ করার মর্টাল কমব্যাট


২৩#

এসো এসো, খেয়ে যাও স্টোন কোল্ড স্টানার আইসক্রিম


২৪#

সাহেব জিরো আইসক্রিম বিক্রি করে!


২৫#

পাইরেট অফ দ্য সদরঘাট


২৬#

বৈশাখী সাজে রঙিন প্যানথার


২৭#

এ সং অফ রাইস এন্ড ফায়ার

 

১৩০০ পঠিত ... ২০:২১, জুন ১২, ২০১৮

Top