টেনিস কোর্টে ঘটে যাওয়া ১০টি মজার ঘটনা

১৯১৪ পঠিত ... ১১:৪৮, মার্চ ২১, ২০১৮

ক্রিকেটপ্রিয় বলেই হোক বা যে কারণেই হোক, ধুন্ধুমার ক্রীড়াভক্ত মানুষ বাদে নিয়মিত টেনিস ফলো করেন, এমন মানুষ  এই বঙ্গদেশে খুব বেশি পাওয়া যায় কিনা সন্দেহ। তবে টেনিসের খোঁজখবর নিয়মিত না রাখলেও রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, মারিয়া শারাপোভা (তরুণ-যুবক মাত্রই যাকে চেনেন!), উইলিয়ামস সিস্টার্স এমন টেনিস ব্যাট-বলের এমন বড় তারকাদের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। কোনো টুর্নামেন্টে এদের কেউ একজন যখন কোর্টে থাকেন, তখন টেনিসভক্তদের  চোখ যেন কোর্টের সঙ্গে আঠা দিয়ে সেঁটে দেওয়া হয়। অন্য সব খেলার মতো টেনিস কোর্টেও মাঝেমধ্যেই ঘটে অনেক মজার ঘটনা! নাকি টেনিস কোর্টের কঠিন করতেই সম্ভবত তারা বিভিন্ন মুহূর্তে ছোট্ট ছোট্ট হাস্যরসের সূচনা করেন? ভিডিওগুলোতেই দেখে নেয়া যাক!

১#

নোভাক জোকোভিচ অসাধারণ একজন টেনিস খেলোয়াড়, সেই সঙ্গে মিমিক্রিটাও বেশ দারুণ করেন বটে! মারিয়া শারাপোভার রুপ ধরে কোনো টুর্নামেন্টে উনি যদি খেলতে নেমে যান, মনে হয় না কেউ তাকে চিনতে পারবে!

২# 

স্টেফি গ্রাফ, নিঃসন্দেহে দুনিয়ার সেরা মহিলা টেনিস খেলোয়াড়দের একজন। সুন্দরী এই টেনিস তারকা জীবনে হয়তোবা অনেক ভক্তের থেকেই বিয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে পাওয়া এই প্রস্তাবের জবাবটা ছিল সবচেয়ে ব্যতিক্রম।

৩# 

ঈশ্বর সর্বত্র বিরাজমান। এমনকি টেনিস ম্যাচও তিনি খুব মনোযোগ দিয়ে দেখেন...

৪#

রজার ফেদেরারের ফোরহ্যান্ড আর ব্যাকহ্যান্ড শট অনেক দেখেছেন। কিন্তু দুই হাত দিয়ে কখনো সঙ্গীত পরিচালকের ভুমিকায় দেখছেন? কলম্বিয়াতে এক চ্যারিটি ম্যাচ উপলক্ষে এভাবেই দর্শকদের বিনোদন দিচ্ছিলেন তর্কযোগ্যভাবে টেনিসের সেরা পুরুষ খেলোয়াড়।

৫#

দারুণ রসবোধের জন্য টেনিস খেলোয়াড় মহলে নোভাক জোকোভিচকে ‘জোকার’ বলেও অনেক সময় পরিচয় করিয়ে দেওয়া হয়। এক ম্যাচে তার কান্ড দেখে স্বদেশি আনা ইভানোভিচ কিছুতেই হাসি থামাতে পারছিলেন না। হাসি থামানোর ওষুধ হিসেবে তাকে নিয়ে গ্যাংনাম স্টাইলে নাচা শুরু করলেন!

৬#

দ্রুতগতির সার্ভ করার জন্য আমেরিকান টেনিস তারকা অ্যান্ডি রডিকের বেশ নাম-ডাক আছে। ‘ফ্ল্যাশ’ এর মতন তড়িৎ গতিতে সার্ভ করা বলগুলোর কি দশা হয় তা মনে হয় না আমরা দর্শকেরা কখনো ভেবে দেখেছি।

৭# 

ভাবুন তো, বরিস বেকার আপনাকে তার টেনিস র‍্যাকেটটি বাড়িয়ে ধরছেন! কোর্টের অপর প্রান্তে আপনার প্রতিপক্ষ আন্দ্রে আগাসি। দিবাস্বপ্ন মনে হচ্ছে? ১৭ বছর বয়সের স্টেফানির এই দিবাস্বপ্ন একদিন সত্যি সত্যি পূরণ হয়েছিল।

৮# 

ফিফাতে হেরে গেলে অনেকেই কি-বোর্ডের আছাড় মারেন কিংবা পায়ের কাছে পিসির কেসিংটার উপর ফ্রি-কিক প্র্যাকটিস করে। টেনিস ম্যাচে হেরে গেলে কি করবেন? কেন, র‍্যাকেট গুলো আছে কী করতে? 

৯#

এই ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। কোনরূপ বিব্রতকর পরিস্থিতি সম্মুখীন হলে eআরকি, ফেদেরার, নাদাল কিংবা কেউই এ জন্য দায়বদ্ধ থাকবেন না।

১০# 

একটা টেনিস ম্যাচ দেখতে দেখতে আপনি হাসতে হাসতে মারা যাচ্ছেন এমনটা কখনো হওয়া কি সম্ভব? ৬১ বছর বয়স্ক ইরানিয়ান-ফ্রেঞ্চ মনসুর বাহরামির খেলা দেখতে বসলে এটা খুব স্বাভাবিক ব্যাপার। টেনিস কোর্টে অদ্ভুত সব কান্ড-কারখানার ঘটানোর জন্য এই ভদ্রলোকের জুড়ি নেই। এবারের অস্ট্রেলিয়ান ওপেনও বেশ কটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন এই প্রোঢ়। রজার ফেদেরারের মতে  'যদি এখনও তাকে খেলতে বা "খেলার মাঝে" না দেখে থাকেন, তবে আপনার টেনিস দেখা অপূর্ণ রয়ে গেল।'

 

১৯১৪ পঠিত ... ১১:৪৮, মার্চ ২১, ২০১৮

Top