রেস্টুরেন্টের ওয়েটার ছাড়াও রোবটকে আরও যেসব জায়গায় কাজে লাগানো যায়

১৩৫১ পঠিত ... ২১:০৪, নভেম্বর ১৭, ২০১৭

সম্প্রতি ঢাকার আসাদ গেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় চালু হয়েছে একটি রোবট রেস্টুরেন্ট। এতে খাবার পরিবেশন করে দুটি রোবট। সেটা দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে সেই রেস্টুরেন্টে। চীনে তৈরি এই রোবট দুটির একটি নারী ও অন্যটি পুরুষের আদলে গড়া। যদিও তাদের নামই এক, ইয়োইদং। মানে চলমান সুখ বা মুভিং হ্যাপিনেস। রোবট দুটির নির্মাতা প্রকৌশলী ম্যাক্স সোয়াজ ও স্টিভেন শেনের কাছ থেকে জানা যায়, এর প্রতিটির ওজন ৩০ কিলোগ্রাম। উচ্চতা ১ দশমিক ৬ মিটার। প্রতিটি রোবট একনাগাড়ে ১৮ ঘণ্টা কাজ করতে সক্ষম। প্রতিটি রোবট বানাতে খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা। 

 

তো এই ধরণের রোবটদের শুধু রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজে না লাগিয়ে আরও কী কী কাজে লাগানো যায় চলুন দেখা যাক। প্রথমেই ধরি ঢাকার পরিবহন খাতের কথা। রিকশা চালক হিসেবে এরা খুবই ভালো সার্ভিস দিতে পারবে। বৃষ্টির দিন থেকে শুরু করে যে কোনো দিন যে কোনো দুরত্বে যেতে এদের আর কোনো আপত্তি থাকবে না।

 


রাজনীতিবিদ হিসেবে রোবটদের পেলে জনগনের আর মিথ্যা আশ্বাস পেতে হবে না। নির্বাচনে যা প্রতিশ্রুতি দেবে তাই করতে বাধ্য তারা। ফলে দেশ অচিরেই উন্নতির জোয়ারে ভাসতে থাকবে। 

 


প্রায়ই খবর পাওয়া যায় ত্রাণের নামে টাকা তুলে নিজেরাই সেই টাকা হাপিস করে দিচ্ছে। রোবটরা ত্রানের নামে টাকা উঠিয়ে নিজেরাই সেই টাকা হাপিস করে দিতে পারবে না। সঠিক জায়গায় খরচ করবে। কারণ তারা প্রোগ্রামের বাইরে যেতে পারবে না। 

 

 

গরু ছাগলের মতো নিরীহ প্রাণীরা মানুষের অত্যাচার থেকে মুক্তি পাবে। 

 

 

রোবট বাদাম বিক্রেতা হলে ওজনেও কম দিতে পারবে না। প্রেমিক বেচারাও আর ঠকবে না।

 

১৩৫১ পঠিত ... ২১:০৪, নভেম্বর ১৭, ২০১৭

Top