রবি যদি কবি না হতেন তাহলে এই শতকে এসে কোন পেশা বেছে নিতেন?

৪৫৭৮ পঠিত ... ১৮:২৪, নভেম্বর ১৬, ২০১৭

রবীন্দ্রনাথ ঠাকুর যদি কবি না হয়ে অন্য কোন পেশার লোক হতেন তাহলে সেটা কোন কোন পেশা হতে পারতো সেটা তার গানের মাঝেই তিনি ইঙ্গিত দিয়ে রেখে গেছেন। এতদিন সেটা অনাবিষ্কৃত ছিল। এমনকি বিখ্যাত রবীন্দ্র গবেষকরাও এটা বের করতে পারেনি। কিন্তু eআরকি গবেষণাগার তো আর যে সে গবেষণাগার নয়, আমরা ঠিকই বের করে ফেলেছি।

 

হলিউড স্টার বরীন্দ্রনাথ: আমি এ কেবল মিছে বলি...শুধু আপনার মন ছলি...কঠিন বচন শুনায়ে তোমারে...আপন মর্মে JOLIE...

 

বন্যপশু পাচারকারী রবীন্দ্রনাথ: মায়াবন বিহারিণী হরিণী...গহন স্বপন সঞ্চারিণী... কেন তারে ধরিবারে করি পণ...

 

রিয়ালিটি শো-এর বিচারক রবীন্দ্রনাথ: তুমি কেমন করে গান কর যে গুণী...

 

মুদির দোকানদার রবীন্দ্রনাথ: চুকিয়ে দেবো বেচাকেনা...মিটিয়ে দেবো গো...মিটিয়ে দেবো লেনাদেনা...বন্ধ হবে আনাগোনা এই হাটে...তখন আমায় নাইবা মনে রাখলে...

 

উইকেট কিপার বরীন্দ্রনাথ: বল দাও মোরে বল দাও...

 

লাল আলো সংবেদনশীল রবীন্দ্রনাথ: বধু কোন আলো লাগলো চোখে...

 

আয়কর ফাঁকি দেবার অপরাধে গ্রেপ্তার রবীন্দ্রনাথ: আজি এ প্রভাতে রবির কর... কেমনে পশিল প্রাণের পর...

 

৪৫৭৮ পঠিত ... ১৮:২৪, নভেম্বর ১৬, ২০১৭

Top