বরাপ রপ্তানি করে বাংলাদেশকে ঠান্ডা করতে চায় কামরুজ্জামান কামরুজ্জামান

১৪২ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ১৬, ২০২৪

14 (6)

গরমে জনজীবন মোটামুটি অচল হয়ে যাওয়ার মত অবস্থা। বাংলাদেশের মানুষজনকে এই তীব্র গরম থেকে রক্ষা করতে এবং পরিবেশ ঠাণ্ডা করতে এবার তাই দেশে বরাপ রপ্তানি করার আগ্রহ দেখিয়েছেন সুইজারল্যান্ড প্রবাসী বরাপ লাভার কামরুজ্জামান কামরুজ্জামান ভাই। সুইজারল্যান্ডে নিজের বরাপ ব্যবসাকে প্রসার ঘটানোর পাশাপাশি দেশকে অসহনীয় এই গরম থেকে রক্ষা করার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি জানা যায়।

বিস্তারিত জানার জন্য ভাইয়ের নাম্বারে কল করা হলে তিনি বলেন, দেশ আজ হিটওয়েভের ক্রান্তিলগ্ন পার করছে। এমন সময়ে রাজপথে বরাপ ঢেলে মানুষজনকে ঠান্ডা না করা গেলে সামনে কঠিন বিপদ। আমি যতদূর জানি দেশের বরাপ কলগুলোর এত সক্ষমতা নেই। পাশাপাশি সুইস বরাপের মতো দেশীয় বরাপ এতটা উন্নতও নয়। তাই দেশ ও মানবতার কথা ভেবে ৫০% ডিস্কাউন্টে বাংলাদেশে বরাপ সাপ্লাই করতে চাই আমি।’গরমের সময় কৃত্তিম স্নো-ফলের ব্যবস্থা করা যায় কিনা সেটি নিয়েও গবেষণা চলছে আমার বরাপ কলে, আশা করছি দ্রুতই ভালো কিছু খবর দিতে পারব।

অন্যদিকে কামরুজ্জামানের এমন উদ্যোগকে দেশের অন্যন্য প্রান্তের মানুষ সাধুবাদ জানালেও বিরক্তি প্রকাশ করেছে বরিশালের লোকজন। বিরক্তির কারণ জানতে সেখানে গেলে ‘দ্যা লাস্ট ডিফেন্ডার্স অফ মনুগামী’নামক সংগঠনের সভাপতি আমাদের বলেন, আমরা গরমের দেশের মানুষ, এখানে সবাই সামার লাভার। এদেশে কেন বরাপ এদেশে সামারের সৌন্দর্য নষ্ট করতে হবে? বিশ্বাস না হলে অন্য যেকোনো জেলায় গিয়ে দেখুন। সবাই সামার লাভার, কিন্তু দোষ হয় শুধু আমাদের।

১৪২ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ১৬, ২০২৪

Top