দেশে কমে গিয়েছে গ্যাসের চাহিদা, চুলা ছাড়াই রান্নার কাজ সারছেন গৃহিণীরা

৭১ পঠিত ... ১৪:৫৮, এপ্রিল ১৫, ২০২৪

18 (2)

আজ রোজ সোমবার, বেলা ১০টায় বাংলাদেশের মাটিতে ঠাসসসস করে একটা ভুয়া, অসত্য খবরের জন্ম হয়। সেই ভুয়া, অসত্য খবরের মাধ্যমে জানা যায়, দেশে কমে গিয়েছে গ্যাসের চাহিদা, চুলা ছাড়াই রান্নার কাজ সারছেন গৃহিণীরা। রাজধানী ঢাকাতে আজকে সারাদিনে জ্বলেনি একটি চুলাও। এমনকি, অনেককে চুলা বিক্রি করে দেয়ার সিদ্ধান্তও নাকি নিতে দেখা গিয়েছে।

এ বিষয়ে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত এক গৃহিণীর সাথে কথা বললে তিনি জানালেন, গতকাল আমি বারান্দার রোদে চা বানিয়ে খেয়েছি। চা খেতে খেতে আমার মাথায় আসলো, আমি চাইলে সব রান্না রোদেই করতে পারি। গ্যাসের আসলে কোনো দরকার নেই! আজকে সকাল সকাল উঠেই ছাদে ভাত চড়িয়ে দিলাম, তরকারি কুটে সরাসরি রান্না করে ফেলতে পেরেছি। সেদ্ধ করার কোনো চিন্তাই নাই আসলে। ছাদের ট্যাংকিতে একবার তরকারি ছেড়ে উঠিয়ে নিয়েছি, একদম মনের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন থেকে আমি আমার রান্নাবান্না রোদেই করব।

এক গোপন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, গৃহিণীদের এমন সিদ্ধান্তে খুবই নিরাশ হয়েছেন সিলিন্ডার গ্যাস মালিক সমাজ। তাদের ব্যবসার দিকে গৃহিণীদের কীসের এত নজর সেই অংকই মিলছে না নাকি। আজকের দিনটা চুপ করে থাকলেও এমন সিদ্ধান্ত থেকে যদি গৃহিণীরা সরে না আসেন, তাহলে সিলিন্ডার মালিক সমাজ শাহবাগে বসবেন। তারা সমবেত হয়ে চাইবেন, পৃথিবী থেকে সূর্যের বিদায়।

৭১ পঠিত ... ১৪:৫৮, এপ্রিল ১৫, ২০২৪

Top