ব্যাংকগুলোতে আসছে তরমুজ লোন, কেনা যাবে EMIতেও

৯৭ পঠিত ... ১৫:৫৮, মার্চ ১৮, ২০২৪

21 (1)

তরমুজের আকাশছোঁয়া দামকে মাথায় রেখে জনবান্ধব তরমুজ লোন আসছে দেশীয় ব্যাংকগুলোতে এমনকি চাইলে EMIতেও কেনা যাবে তরমুজ। ৬ থেকে ২৪ মাস মেয়াদী EMI সুবিধা নিয়ে যে কেউ কিনতে পারবেন তরমুজ, প্রথম বিশ্বাসযোগ্য মনে না হলেও পরে CD ব্যাংকের এক কর্মকর্তা আমাদের বলেন ‘ঘটনা সত্য, আমার কাছে তথ্য আছে। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইফতারে তরমুজ খাওয়া আমাদের মৌলিক অধিকার, টাকার অভাবে কেউ তরমুজ পাবে না সেটা হতে দেওয়া  যায় না। শুধু কাগজপত্র দেখিয়ে সহজেই মিলবে তরমুজ লোন পাশাপাশি ১ লাখ টাকার উপরে আয় করেন এমন কেউ চাইলেই নিতে পারবেন  EMI সুবিধা।’

লোন নিয়ে তরমুজ কেনা এক ক্রেতা আমাদের বলেন ‘খুব উপকার হইলো। লেবু, খেজুর খাওয়া ছেড়েছি অনেকদিন হলো, খেজুরের বদলে খেজুরের বিচি চুষে কাজ চালাচ্ছি কিন্তু তরমুজের বিচি তো অনেক ছোট, ট্যাশ পাওয়া যায় না। ব্যাংকের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, তাদেই জন্যেই বউ-বাচ্চা নিয়ে আজ দু-টুকরো তরমুজ খেতে পারছি।।’ তবে তরমুজের জন্য লোন নিয়ে কেউ কেউ বেগমপাড়ায় বাড়ি কিনছেন বলেও খবর এসেছে আমাদের কাছে। ঘটনা সত্যতা যাচাইয়ে অন্য এক ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায় তিনি নিজেও তরমুজের জন্য লোন নিয়ে কানাডায় গিয়েছেন তরমুজ কিনতে।

৯৭ পঠিত ... ১৫:৫৮, মার্চ ১৮, ২০২৪

Top