ইউরোপের সাথে সামঞ্জস্য বজায় রাখতেই বাড়ছে খেজুর-তরমুজের দাম, জানালেন ব্যবসায়ীরা

১৫৮ পঠিত ... ১৫:১৮, মার্চ ১৬, ২০২৪

431203266_702803828593762_8845243478804445488_n

আমাদের দেশের রাস্তাঘাট ইউরোপের মত এমনটা মোটামুটি আমরা আগে থেকেই জানি। তবে রমজান মাস এলে জিনিসপত্রের দামও ইউরোপের মত হয়ে যাওয়ার কারণ সম্পর্কে দারুণ এক ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশি খেজুর-তরমুজের ব্যবসায়ীরা। তারা জানান মূলত দেশে পরিপূর্ণ ইউরোপিয়ান পরিবেশ বজায় রাখতে এবং ইউরোপিয়ান মার্কেটের সাথে সামঞ্জস্যতা রাখার জন্যেই বাড়ছে খেজুর-তরমুজের দাম।

ইমো কলে এক তরমুজ ব্যবসায়ী আমাদের বলেন, প্রথমেই আমরা ইউরোপিয়ান নায়ক রিয়াজ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ওনার বদান্যতায় দেশের রাস্তা পেয়েছে ইউরোপের সম্মান। সেই রাস্তার বসে যদি দেশের দামে তরমুজ বিক্রি করি ভাইয়ের হবে অপমান।

অন্যদিকে ভরিতে খেজুর বিক্রি করতে থাকা এক ব্যবসায়ী আমাদের বলেন, দেশের সবকিছুর উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হতে দোষ কী? সরকারি কর্মকর্তা নই বলে কি আমরা মানুষ না? আমাদের কি মন চায় না ছেলেমেয়েকে বিদেশে পড়তে পাঠাই, বেগমপাড়ায় বাড়ি কিনি, বউকে নিয়ে ইউরোপে ঘুরতে যাই? একটা মাসই তো পাই ব্যবসায় সবুজবাত্তি জ্বালানোর, সেটা নিয়েও আপনাদের এত মাথাব্যথা!

১৫৮ পঠিত ... ১৫:১৮, মার্চ ১৬, ২০২৪

Top