যেসব উপায় অবলম্বন করে শ্বশুরবাড়িতেও দুইটা আলুর চপ বেশি খেতে পারবেন

১৬৮ পঠিত ... ১৪:৩৫, মার্চ ১৬, ২০২৪

431058908_1845670172606791_1450517757775916029_n

শ্বশুরবাড়িতে দুইটা আলুর চপ বেশি কীভাবে খাওয়া যায় এই চিন্তায় ঘুম হচ্ছে না শত শত তরুণীর। আপনাদের ঘুমের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি শ্বশুরবাড়িতেও দুইটা আলুর চপ বেশি খেতে পারার নিঞ্জা টেকনিক।

 

১#

ইফতার বানানোর দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেন। অথবা, আলুর চপ বানানোর দায়িত্ব। বানানোর ফাঁকে ফাঁকে একটা একটা করে নিয়ে রুমে রেখে দেবেন। সবাই যখন ইফতার করে নিজের ঘরে যাবে আপনি তখন আরাম করে নিজের ঘরে আলুর চপ খেতে পারবেন।   

 

২#

সবার সাথে বসে ইফতার করুন। ইফতার শেষ করে বাইরে চলে যান, কোনো একটা হোটেল খুঁজে নিন, আলুর চপ কিনুন, বসে বসে খান। ব্যস, ২টা কেন ১০টাও খেতে পারবেন।

 

৩#

আলুর চপ বানানোর সময় খেয়াল রাখবেন আলুর চপ যেন দেখতে কোনোভাবেই আলুর চপ মনে না হয়। আলুকে বেগুনের মতো লম্বা করে নিয়ে তারপর একদম বেগুনির সাইজে বানান। ইফতারে বসে যত ইচ্ছা বেগুনি খান, কেউ জানবেই না আপনি কয়টা আলুর চপ খাচ্ছেন!

 

৪#

ইফতারের আগে আগে রেডি হয়ে বাবার বাসায় চলে যান। তারপর বাবার বাসাকে কিছুক্ষণের জন্য আপনার মায়ের শ্বশুরবাড়ি হিসেবে বিবেচনা করুন। মায়ের শ্বশুরবাড়িতে যত ইচ্ছা আলুর চপ খান। শ্বশুরবাড়িতে খেলেই হবে, কার শ্বশুরবাড়িতে খেলেন ওইটা আপনার দেখার ব্যাপার না।

 

৫#

শ্বশুরবাড়িও আপনার নিজের বাড়িই। সেখানে লজ্জা পাওয়ার কিছু নেই। বাকিদের মতো আপনিও নিজের পছন্দের খাবারটা খেতে পারেন যত খুশি।

১৬৮ পঠিত ... ১৪:৩৫, মার্চ ১৬, ২০২৪

Top