বায়ুদূষণকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার জোর দাবী ঢাকা সিকি করপোরেশন

৯৮ পঠিত ... ১৭:৩৯, অক্টোবর ১৪, ২০২৩

Bayu-dushon-Olympic

বিশ্বের সবগুলো শহরকে পেছনে দিনের পর দিন পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করছে ঢাকা। এমনকি বিশ্বের নানান উন্নত শহরগুলো হাজার চেষ্টা করেও পেছনে ফেলতে পারছে না ঢাকাকে। এমন মহৎ একটি অর্জন বিশ্ববাসীর কাছে যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলে মনে করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিকি কর্পোরেশনের কর্মকর্তারা। তাদের দাবী অবিলম্বে অলিম্পিক প্রতিযোগিতায় বিশ্বের সবগুলো শহরকে নিয়ে বায়ু দূষণের আয়োজন করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সিকি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, ‘খুব কষ্ট হয়, যখন দেখি নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কর্মকর্তারা ঢাকাকে বায়ু দূষণে প্রথম রাখতে যে অবদান রাখছেন, তাদের সেই শ্রমের যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে না। তাছাড়া কোনো একটি ব্যাপারে আমরা বিশ্বের হাজার হাজার শহরের মধ্যে প্রথম হচ্ছি এই খবরটাও তো বিশ্ব দরবারে পৌঁছানো দরকার। ফলে অলিম্পিকের মতো একটি আয়োজনে যদি বায়ু দূষণ প্রতিযোগিতা রাখা হয় তবে আমরাই নিরঙ্কুশ ভাবে বিজয়ী হবো। এবং তা সবার চোখের সামনেই ঘটবে; আগের রাতে ভোটাভোটির কোনো ব্যাপার এখানে আমাদের প্রয়োজন পড়বে না। আমরা অলিম্পিক আয়োজক কমিটির কাছে চিঠি পাঠিয়েছি যেন অবিলম্বে বায়ু দূষণকে প্রতিযোগিতায় রাখা হয়।

আন্তর্জাতিক পরিধিতে এ ব্যাপার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকজন শিল্পপতি মুখ খুলেছেন। বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি ওয়ারেন বাফেট বলেন, ‘আমরা এত এত খরচ করে এত উন্নয়ন করছি, কিন্তু ঢাকা বা বাংলাদেশের অন্যন্য শহরগুলোর মত শহর দূষণ করতে পারছি না। আমরা এটাকে এখনো ব্যার্থতা হিসেবে দেখছি না, বরং আমরা মনে করি আমরা একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছি। অবিলম্বে আমরা বিশ্ববাসীর কাছে বেশী দুষিত শহর নিয়ে হাজির হবো।‘

এ ব্যাপারে অলিম্পিক আয়োজক কমিটির এক উর্ধ্বস্তন কর্মকর্তা জানান, ‘বায়ু দূষণের ক্ষেত্রে ঢাকার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। বরং এই প্রতিযোগিতা শুরু হলে ঢাকার একক কর্তৃত্ব শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আয়োজনগুলো খুব বেশি প্রতিযোগিতাপূর্ণ না হওয়ার আশংকা থেকেই যায়। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে আমাদের উপর। বিশেষ করে আমাদের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চায়না আর রাশিয়ার যে কর্তৃত্ব রয়েছে তা নষ্ট হয়ে গেলে তারা ফান্ডিং বন্ধ করে দিবে। আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হয়!’

তবে অলিম্পিক কমিটিকে চিঠি পাঠানোর পরপরই তৎপর হয়ে উঠেছে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ সিকি কর্পোরেশন। এক যৌথ বিবৃতিতে তারা বলে, ‘বায়ু দূষণের প্রতিযোগিতায় ঢাকা একাই এগিয়ে থাকে না। বরং সারা দুনিয়ায় ঢাকাকে টক্কর দেয়ার মত কোনো শহর থেকে থাকলে তা আমরাই। আর তাছাড়া ঢাকা অলিম্পিক কমিটির কাছে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারতো। আমরা তো তাদের বাঁধা দিতাম না। বরং আমরা এক সাথে চিঠি পাঠালে তা আরো ভারী হতো।‘

৯৮ পঠিত ... ১৭:৩৯, অক্টোবর ১৪, ২০২৩

Top