সকল লতিফদের 99% ছাড়!

৯৮ পঠিত ... ১৬:৫৯, অক্টোবর ১২, ২০২৩

লতিফ-নামের

লতিফ নামের ব্যক্তিদের জন্য ৯০ পার্সেন্ট ছাড় দিচ্ছে টাইফুর্স স্পোকেন ইংলিশ । এ নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে তারা। তাদের দাবী লতিফ নামের যে কোনো ব্যাক্তি এই অফারের আওতাধীন হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা স্তর পার করতে হবে।তবে রাজনৈতিকভাবে গণ্যমান্য ব্যাক্তিদের জন্য এই শর্তও শিথিল করা হয়েছে।

টাইফুর্স স্পোকেন ইংলিশের স্বত্বাধিকারী টাইফুন রহমান খান বলেন, ‘আমাদের দেশের মানুষদের ইংরেজিতে দক্ষতা ধীরে ধীরে কমছে। এই কিছুদিন আগেই আমরা ধর্মশালাতে গিয়ে ইংলিশ পরীক্ষায় ফেল করলাম। অথচ কত কত প্রস্তুতি নিলো তারা। দুই দিনের বৈরাগীদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে। আমাদের  কোচিং থেকে ইংরেজি শিখলে তাদের এমন ভরাডুবি হতো না। তবে এসব কিছুর পাশাপাশি লতিফ নামের ব্যক্তিদের মধ্যে ইংরেজি বলার প্রবণতা এবং ভুল বকার  টেন্ডেন্সি দুটোই বৃদ্ধি পাচ্ছে।’

বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, ‘সেক্যুলার শব্দটা আরও ২০ ভাবেও বলা যায়। ওনারা এভাবে না বলে অন্যভাবেও বলতে পারতেন। লতিফ নামের ব্যক্তিদের ইংরেজি বলার জন্য, লেখার জন্য এই বিষয়টি লক্ষ রাখতে হবে।’

তবে ধোলাইখালের একজন লতিফের কাছে ব্যপারে জানতে চাইলে তিনি বলেন,’ ইয়েস, ইয়েস আই হিয়ার্ড দ্যাট। ইট ইজ গুড, ইউ নো!’

এ ব্যাপারে আরেকটু ব্যাখ্যা করতে বললে তিনি বলতে থাকেন, ডিয়ার, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। বাট আই ক্যান অলসো টক  ইংলিশ নট অনলি বেংগলি। আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ওয়াক ইংলিশ, ইভেন আই ক্যান লাফ ইংলিশ। টাইফুর্স স্পোকেন ইংলিশ ইজ এ গুড কোচিং সেন্টার। তারা গুড টিচ করায়। ইভেন আমিও অলসো লার্ন ফ্রম দেম।‘

৯৮ পঠিত ... ১৬:৫৯, অক্টোবর ১২, ২০২৩

Top