আম নির্বাচন উপলক্ষে একদিনের যুদ্ধবিরতী ঘোষণা করলো রাশিয়া ইউক্রেন

৮৭ পঠিত ... ১৪:৩৬, জুন ২০, ২০২৩

Juddho-biroti

আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে eআরকি রাতের আলোয় আম নির্বাচন। চলবে ভোর ছয়টা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের আমপ্রেমী মানুষরা নিচ্ছেন নানান প্রস্তুতি। আম নির্বাচকে ঘিরে বেশ উচ্ছ্বসিত পুতিন ও জেলেন্সকিও। নির্বাচন উপলক্ষে একদিনের যুদ্ধবিরতীও ঘোষণা করেছে দুই দেশ।

আম পুতিনের বেশ প্রিয়। বাংলাদেশি আমের পাশাপাশি বিদেশি আমও খান তিনি। ভক্ত আম্রপালির। ভোট দেয়ার সুযোগ থাকলে আম্রপালিকেই ভোট দিতেন বলে জানান এই বিশ্বনেতা। নিজের এক বক্ত্যব্যে তিনি বলেন, ‘সর্বশেষ যখন আম্রপালি খাইছিলাম, এতো বিমোহিত হয়ে গিয়েছি যে, আঁটিও খেয়ে ফেলেছিলাম। হেহে।‘

জেলেনস্কির পছন্দ যদিও হিমসাগর। ভোটও যাবে হিমসাগরের বাক্সে। ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেনস্কি বলেন, ‘আপনাদের অনেক স্যালুট। মৃত ব্যক্তির ভোটের সুযোগ রেখেছেন, বিদেশিদের ভোটের সুযোগ রেখেছেন। এমন উদার নির্বাচন আমি এর আগে কখনও দেখিনি।‘

ভোট রাতে হলেও আপনারা দিনের বেলায় কেন যুদ্ধবিরতী ঘোষণা করলেন? আমাদের এমন এক প্রশ্নে পুতিন বলেন, ‘দিনে ঘুমাবো রাতে ভোট দিবো।‘

৮৭ পঠিত ... ১৪:৩৬, জুন ২০, ২০২৩

Top