মে মাসের ৭ তারিখে গুলশানে এক ভিভিআইপির নাতি কর্তৃক এক পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে। মোরসালিন নামের এই পুলিশ সদস্য ভিভিআইপির নাতির মার খেয়ে এক পর্যায়ে দৌড়ে পালালে সম্মানিত নাতি তাকে পেছন পেছন দৌড়িয়ে দৌড়িয়ে মারে। জানা গেছে, মার খেতে খেতে এই পুলিশ সদস্যের পুলিশের পোশাকও ছিঁড়ে যায়।
এই ঘটনার পর পুলিশ সদস্যদের প্রতি নতুন এক দিকনির্দেশনা দিয়েছে উগান্ডা পুলিশ হেডকোয়াটার। ডিউটিতে বের হওয়ার সময় সব পুলিশ সদস্যের জন্য পিঠে ছালার বস্তা পরে বের হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি ভিত্তিতে আফ্রিকা থেকে ছালার বস্তা কেনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, ছালার বস্তা এনে দিচ্ছি। এইগুলা তোমরা পিঠে পরবা। ভিভিআইপির নাতিরা মারলে পিঠ পেতে দিবা। খবরদার, দৌড়ে পালাবা না। কোনো ভিভিআইপির নাতির যেন পুলিশ পেটানোর জন্য কষ্ট করে দৌড়াতে না হয়।
ভিভিআইপিদের প্রতি দুঃখ প্রকাশ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা ভিভিআইপিদের প্রতি দুঃখিত। আপনার নাতি আরাম করে একটা পুলিশ পেটাতে পারল না, একটা উন্নত দেশে আসলে এই ঘটনা কোনোভাবেই মানা যায় না। আপনার নাতির কাছে আমি ক্ষমাপ্রার্থী। মোরসালিনকে মেরে খায়েস না মিটলে আপনার নাতি আপাতত আমাকে মারতে পারে। তবে আমি কথা দিচ্ছি, এরপর থেকে পুলিশ মারার জন্য আপনার নাতিকে আর কষ্ট করতে হবে না। ছালার বস্তা কেনা হচ্ছে। আরাম করে পেটাতে পারবে।