বুদ্ধিজীবী তালিকায় নাম উঠলো সালমান মুক্তাদিরের

৩৯৩ পঠিত ... ১৫:১৪, মে ১১, ২০২৪

19 (5)

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নাম উঠে আসলো বুদ্ধিজীবী তালিকায়। সোশ্যাল মিডিয়ায় সালমানের সাম্প্রতিক অ্যাক্টিভিটি দেখে বাংলাদেশ বুদ্ধিজীবী পরিষদ তাকে বুদ্ধিজীবী তালিকায় যুক্ত করে নেয়।

সালমানের সাম্প্রতিক ফেসবুক অ্যাক্টিভিটি পর্যালোচনা করে দেখা যায়, দেশের ও সমাজের নানান বিষয় নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দিচ্ছেন তিনি। দুর্নীতি, শিক্ষা, চাকরির বাজারে অস্থিরতা থেকে শুরু করে অডি, কন্টেন্ট ক্রিয়েশন, দাম্পত্য জীবনসহ আরও নানান বিষয়ে কথা বলা শুরু করেছেন সালমান।

বিষয়টি মুগ্ধ করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের। সালমানের ভূয়সী প্রশংসা করে বুদ্ধিজীবী বলেন, এখন তো আর দেশে বুদ্ধিজীবী নাই বললেই চলে। যারা আছে তারা সবাই বুদ্ধিকেবি। তাছাড়া যুবক বুদ্ধিজীবীরও তো অভাব। সালমান মুক্তাদির এই শূন্য জায়গাটা পূরণ করছে। তাই তাকে আমরা প্রাপ্য সম্মান দিতে চাই। আজ থেকে সে একজন লিস্টেড বুদ্ধিজীবী।

উদিয়মান বুদ্ধিজীবী সালমান মুক্তাদিরকে নিজেদের দলে ভেড়ানোর জন্য ইতোমধ্যে উঠেপড়ে লেগেছে দেশের দুটি বড় রাজনৈতিক দল। প্রধান বিরোধীদল বিএনপি সালমানকে উদ্দেশ্য করে বলেছেন, টাকা পাচার, গুম, কিশোর গ্যাং, গেস্টরুম এইসব নিয়েও উনি কথা বলবেন বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি আমাদের নেতাকর্মীদের গ্রেফতার নিয়েও ওনার হস্তক্ষেপ কামনা করছি।

সরকারি দলের নজরও সালমানের দিকে একটু সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি। সরকারি দলের এক নেতা সালমানকে উদ্দেশ্য করে ফেক আইডি থেকে বলেন, তরুণ বুদ্ধিজীবী আমাদের দরকার। সালমান আমাদের দলে যোগ দিলে ওকে আমরা একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিবো, তা না হলে অন্তত একটা ব্যাংক পরিচালনার দায়ভারও ওকে দিতে চাই। বিনিময়ে উনি জাস্ট আমাদের পক্ষে একটু কথা বললেই হবে।

আওয়ামীলীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজি অবশ্য বর্তমান সরকারকে অভয় দিয়েছেন। নিজের ফেক আইডি থেকে তিনি জানিয়েছেন, ২০২৪ ইলেকশন ক্যাম্পেইনে সালমান আমার সাথে কাজ করেছে। আমরা একটা দারুণ কন্টেন্ট বানিয়েছিলাম। দেখেই মনে হয়েছে, আওয়ামীলীগের প্রতি ছেলেটার প্রেম আছে। ওকে দলে ভেড়ানোর দায়িত্ব আমার।

৩৯৩ পঠিত ... ১৫:১৪, মে ১১, ২০২৪

Top