তুরস্কের নির্বাচনে ভোট দিতে না পারায় প্রতিবাদ সুলতান সোলেমানের

৩৮৬ পঠিত ... ১৭:১৫, মে ১৬, ২০২৩

Sultan-suleman

অনুষ্ঠিত হয়ে গেলো তুরস্কের নির্বাচন। নির্বাচনে কে কত ভোট পেয়েছেন তা আমরা জানি না। তবে তুরস্ক থেকে আমাদের এক ভুয়া প্রতিনিধি জানিয়েছেন, ‘অটোম্যান সম্রাজ্যের অন্যতম সুলতান সুলেমান এবার নির্বাচনে ভোট দিতে পারেননি। বিষয়টি নিয়ে বেশ প্রতিবাদও করেছেন এই সুলতান।‘

জানা যায়, বিশ্বের অনেক দেশে মৃত মানুষদের ভোট দেয়ার অধিকার থাকলেও তুরস্ক এবার মৃত মানুষের ভোটের সুবিধা রাখেনি। ফলে অনেক ইচ্ছা থাকলেও ভোট দিতে আসতে পারেননি সুলেমান। সেজন্যই তুরস্কের নির্বাচন সিস্টেমের উপর কিছুটা ক্ষেপেছেন তিনি।

সুলতান সুলেমান নিজের এক বিবৃতিতে বলেন, ‘আপনারা তৃতীয় বিশ্বের দেশগুলো দেখুন! সেখানে কী সুন্দর মৃতরা ভোট দিয়ে যাচ্ছে। অথচ আমরা এখনও ভোটাধিকারের এই বেসিক অধিকারটুকু ঠিক করতে পারিনি। আমরা যদি ভোটই দিতে না পারি, তাহলে মরে কী লাভ!’

ভোট দিতে পারেননি হুররাম সুলতানও। মূলত রাতের বেলায় ভোট না হয়ে দিনে হওয়ায় এই সুবিধা থেকে বঞ্চিত হন তিনি। হুররম সুলতান বলেন, ‘আমি তো ভোট দিতে আসছিলাম, কিন্তু ওরা ভোট নিছে দিনে। আমি আবার রাতে ছাড়া ভোট দিতে পারি না।’

৩৮৬ পঠিত ... ১৭:১৫, মে ১৬, ২০২৩

Top