সৌন্দর্যবর্ধনে প্লাস্টিকের গাছ লাগানোর ভাবনা নিউইয়র্ক দক্ষিণ সিটি কর্পোরেশনের

২৫১ পঠিত ... ১৬:৪৪, মে ১০, ২০২৩

Plasticer-gach

শহরকে আরো আকর্ষনীয় করে তুলতে আসল গাছের জঙ্গল কেটে প্লাস্টিকের গাছ লাগানোর পরিকল্পনা করেছে নিউইয়র্ক দক্ষিণ সিটি কর্পোরেশন। মূলত ঢাকার সৌন্দর্যবর্ধন মডেলকে কেস স্টাডি হিসেবে নিয়ে তারা এগোচ্ছে বলে জানা যায়। কয়েকদিন আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুসরণ করে মোটামুটি শহরকে ন্যাড়া করে ফেলেছিলো নিউইয়র্ক দক্ষিণ সিটি কর্পোরেশন। এবার এই প্রকল্পের অংশ হিসেবে প্লাস্টিকের গাছ লাগাবে তারা।

নিউইয়র্ক দক্ষিণের মেয়র পাপোস ভাইকে কল করা হলে তিনি বলেন, ‘ভেবেছিলাম ঢাকার মতো গাছ কেটে ফ্লাইওভারের পিলারে গাছের ছবি আঁকবো। কিন্তু মনে হলো একটু রিয়েলিস্টিক কিছু করতে পারলে ভালো হয়। তাই প্লাস্টিকের গাছকেই বেছে নিলাম। আপনাদের দক্ষিণের মেয়রকে জানানোর পর তিনি তো আমার সেই প্রশংসা করলেন। আমি তো তাকে গুরু মানি। বলতে পারেন গুরুর প্রতি শিষ্যর এইটা একটা গুরুদক্ষিণা।‘

প্লাস্টিকের গাছের পাশাপাশি গরম মোকাবেলার জন্য কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য গবেষণা চলছে বলেও আমাদের জানান পাপোস ভাই। অন্যদিকে নিউইয়র্ক দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন পরিকল্পনা দেখে নিজেদের শহরেও এমন সৌন্দর্যবর্ধন চান লন্ডনের মেয়র। ঢাকার কারিগরি সহায়তা চেয়ে ইতিমধ্যেই নিজের ফেক অ্যাকাউন্ট থেকে টুইট করতে দেখা যায় তাকে।

 

 

২৫১ পঠিত ... ১৬:৪৪, মে ১০, ২০২৩

Top