হার্ভার্ড শিক্ষক সমিতির জন্য ঢাবি শিক্ষক সমিতির পা ধোয়া পানি কিনবেন জো বাইডেন

৩৪৬ পঠিত ... ১৫:৫৭, এপ্রিল ০১, ২০২৩

Baiden

পা ধোয়া পানি কেনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পা ধোয়া পানি কিনতে ঢাবিতে আসবেন তিনি। ঢাবিতে অবস্থানকালে ১০ টাকায় চা, ছপ, সিঙ্গারাও খাবেন এই বিশ্বনেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভূয়সী প্রশংসা করে বাইডেন বলেন, ‘ওরা কত কিউট! কত লক্ষি। সবসময় সরকারের খেয়াল রাখে। সরকারের মুখ উজ্জ্বল করে। যা বলে তাই শুনে। কিন্তু আমাদের এইগুলাকে দেখেন, পাত্তাই দেয় না। পড়ালেখায়ও মনোযোগ নাই। ঢাবি শিক্ষক সমিতির পা ধোয়া পানি খেয়ে যদি এদের একটু জ্ঞান-বুদ্ধি হয়।‘

সম্প্রতি প্রথম আলোর ‘মাছ, মাংস ও চাইলের স্বাধীনতা লাগব’ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে নিজের মুগ্ধতার কথাও জানান বাইডেন। বাইডেন বলেন, ‘দূর্দান্ত রেজাল্ট। আমি তো ওদের পরীক্ষার খাতা দেখেছি। দেখলেই বুঝা যায়, ওরা কত এগিয়ে। কত পড়ালেখা করে! আমার তো মনে হয় এইভাবে চলতে থাকলে এডুকেশন র‍্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।‘

যদিও এমন খবরে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এক ভূয়া বার্তায় শিক্ষক সমিতির এক শিক্ষক বলেন, ‘পা ধোয়া পানি তো ওনাকে দেয়াই যায়। কিন্তু আমরা ভাবছি অন্য বিষয়! ব্যবসা কে সামলাবে? শিক্ষকরা নাকি সহমত ভাইয়েরা!’

তবে সহমত ভাইদের সাথে আলোচনার পর জো বাইডেনকে বিস্তারিত জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষকদের একাংশ। তারা বলেন, ‘সহমত ভাইয়েরা যদি এজাজত দেয় তাহলে হয়তো আমরাই করবো। নাহলে বাইডেনকে ওনাদের কাছ থেকে কিনতে হবে।‘

৩৪৬ পঠিত ... ১৫:৫৭, এপ্রিল ০১, ২০২৩

Top