ন্যাটো ন্যাটো গানকে অস্কার দেয়ায় অস্কার বয়কট করলো পুতিন

৪২৩ পঠিত ... ১৭:৪৬, মার্চ ১৬, ২০২৩

Nato-Nato

বেস্ট অরিজিন্যাল সং হিসেবে এবার অস্কার পেয়েছে ভারতের আরআরআর সিনেমার গান নাটু নাটু। বিষয়টি একদমই ভালোভাবে নিতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাটু নাটু গানকে অস্কার দেয়ায় অস্কারের তীব্র সমালোচনাও করেছেন তিনি।

এমন একটা অস্থির সময়ে নাটু নাটু গানকে অস্কার দিয়ে মূলত পশ্চিমা বিশ্বের চাওয়াকেই পূরণ করেছেন অস্কার; এমন দাবিই করেছেন পুতিন। নিজের একটি ফেক আইডি থেকে পুতিন বলেন, ‘এরা কিছুদিন আগে জেলনস্কিকে কানপড়া দিয়ে আমাদের সংসারে ভাঙ্গন ধরিয়েছে। এখন আবার ন্যাটোকে অস্কার দিয়ে পৃথিবীকে যুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো। অস্কার দিছে তো দিছে, আবার আমি যেন না বুঝি সেজন্য বলতেছে ‘নাটু নাটু’কে অস্কার দিছে! আমি এত বোকা! কোনটা নাটু আর কোন ন্যাটো সেটা আমি বুঝি না?’  

এই ঘটনায় কিছুটা মেজাজও বিগড়েছে পুতিনের। জেলনস্কির উপর কিছুটা ক্ষেপতেও দেখা গেছে রাশিয়ান এই নেতাকে। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন, ‘ও কমেডিয়ান। এইসব লাইনে ওর যোগাযোগ ভালো। এই যোগাযোগকে কাজে লাগিয়ে ও ন্যাটোকে অস্কার পাইয়ে দিছে। ওরে আমি দেখে নিবো।‘

পশ্চিমা বিশ্বের প্রতি একটু হালকা ধরনের থ্রেট ছুঁড়ে দিয়ে পুতিন বলেন, ‘গ্যাস দাম আবার বাড়াইতেছি। এবার তোমাকে ওই অস্কারের পুটকিতে আগুন দিয়ে ভাত রান্না কইরো।‘

৪২৩ পঠিত ... ১৭:৪৬, মার্চ ১৬, ২০২৩

Top