নারী দিবস উপলক্ষে একদিন হাঁড়ি-পাতিল ধুলেন নিখিল বাংলা স্বামী সমাজ  

১৪৩ পঠিত ... ১৮:১৯, মার্চ ০৭, ২০২৩

নারী-দিবস-উপলক্ষে-একদিন-হাঁড়ি-পাতিল-ধুলেন-নিখিল-বাংলা-স্বামী-সমাজ

আজ বিশ্ব নারী দিবস, আর নারী দিবস উদযাপন করতে একদিনের জন্য বাসার হাঁড়ি-পাতিল ধুলেন নিখিল বাংলা স্বামী সমাজের সদস্যরা। শুধু হাঁড়ি-পাতিলই নয়, কেউ কেউ কাপড় ধোয়া এবং ঘর মুছেও যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করছেন বলে জানা যায়।  

তবে সারা বছর কাজে সাহায্য না করে শুধু একদিনের জন্য হাঁড়ি-পাতিল ধোয়ার ব্যাপারে বিস্তারিত জানতে নিখিল বাংলা স্বামী সমাজের সহ-সভাপতি মোহাম্মদ সামিরকে কল করা হলে তিনি বলেন, ‘ভাই আজকে অনেক  ব্যস্ত আছি কাল কথা বলি।’পরে অনেক অনুনয় বিনয়ের পর সামির ভাই আমাদের বলেন, ‘অন্যদিন তো আমি বাইরে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই এগুলো করার সময় পাই না। আজ ছুটি থাকায় ভাবলাম বাসায় থেকে বউয়ের কাজগুলো একটু করে দেখি। শখের দাম লাখ টাকা বুঝলেন, তেমন কিছু না ঘণ্টাখানেক বসে কাপড় ধোয়ায় একটু কোমরে ব্যথা হয়েছে আরকি।’

অন্যদিকে নারী দিবস উপলক্ষে বউয়ের জন্য রান্না করতে গিয়ে হাঁড়ি পাতিল পুড়িয়ে বাসা থেকে পলাতক রয়েছেন সাব্বির নামের এক ভাই। অনেক চেষ্টার পর ভাইকে খুঁজে ফোন করে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করা হলে ভাইটি আমাদের বলেন, ‘ভুল হয়ে গেছে ভাই বুঝতে পারিনি। রান্না-বান্না তো আসলে মেয়েদের কাজ। কিন্তু আমি নওয়াজউদ্দিন সিদ্দিকীর ফ্যান হওয়ায় আপুন কো কুছ ডেয়ারিং কারনা থা মুডে গিয়ে ঘটনাটি ঘটে গেলো।’

১৪৩ পঠিত ... ১৮:১৯, মার্চ ০৭, ২০২৩

Top