অফিসে পিকনিকে গিয়ে লাঞ্চ করতে পারলেন না ঢাবির রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তারা

২৬৯ পঠিত ... ১৬:৪১, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

অফিসে-পিকনিকে-গিয়ে-লাঞ্চ-করতে-পারলেন-না-ঢাবির-রেজিস্টার-বিল্ডিংয়ের-কর্মকর্তারা

অফিসের পিকনিকে গিয়ে লাঞ্চ করা থেকে বঞ্চিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তারা। জানা যায় লাঞ্চ আওয়ারে খাবার নিতে গিলে তাদের লাঞ্চের পর আসেন বলে খাবার দিতে অস্বীকৃতি জানায় খাবার দেওয়ার দায়িত্বে থাকা লোকজন।  

এই ঘটনায় তারা হতাশায় বেশ মুষড়ে পড়েছেন বলে জানা যায়। হতাশ এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, ‘আমার জীবনটাই লস হয়ে গেলো ভাই। অন্যদের লাঞ্চের পরে আসতে বলি আর আমাদেরকেই কিনা লাঞ্চ করতে দেওয়া হলো না। বলে কিনা লাঞ্চের পরে আসেন, আরে লাঞ্চ করতে লাঞ্চের পরে আসবো কেন? আমি এমন অপমানের জবাব চাই, না হলে রেজিস্টার বিল্ডিং এরপর থেকে লাঞ্চের পরে খোলার আন্দোলনে নামবো।’

অন্যদিকে পিকনিকের দায়িত্বে থাকা লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের একজন বলেন ‘আরে ভাই আমরা কি জানি উনারা লাঞ্চের সময় লাঞ্চ করেন? আমরা ভেবেছি নিজেদের কাজের মত লাঞ্চও হয়তো লাঞ্চের পরেই করবেন। তাই আমরা রান্নাবান্না দেরি করে শুরু করেছি।’

২৬৯ পঠিত ... ১৬:৪১, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

Top