জাতীয় পরিচয়পত্রেও স্ন্যাপচ্যাটের ছবি ব্যবহার করার দাবি

১৬১ পঠিত ... ১৭:১০, জানুয়ারি ২৯, ২০২৩

Snapchat

স্ন্যাপচ্যাট ব্যবহার করা এখন প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শুরুতে শুধু মেয়েরা ব্যবহার করলেও এখন অধিকাংশ ছেলেরাও এতে যোগ দিয়েছেন। এর সূত্রানুপাতেই এবার এসেছে এক ভিন্ন দাবি। জাতীয় পরিচয়পত্রেও এবার স্ন্যাপচ্যাটের ফিল্টার ব্যবহার করে ছবি ব্যবহার দাবি তুলেছেন একদল তরুণ-তরুণী। আমাদের সাংবাদিক এই তরুণী সংগঠনের এক ভূয়া সাক্ষাৎকার নিয়েছেন।

সংগঠনের সহ-সভাপতি জানালেন, ‘স্ন্যাপচ্যাট একটা কুল অ্যাপ। আমাদের ফোনের ক্যামেরা, এমনকি আইফোন দিয়ে ছবি তুললেও এতো ভালো ছবি আসে না। যে ছবি স্ন্যাপচ্যাটে ফিল্টার দিয়ে আসে। জাতীয় পরিচয়পত্র আমাদের জীবনের অনেক মূল্যবান একটা জিনিস। আমাদের পুরো পরিচয় বহন করে। এমনকি নানান সময় নানান জায়গায় এটা দিতে হয়। এর ছবি যদি ভালো না আসে তবে আমাদের মান-সম্মান কোথায় থাকবে। এজন্য আমরা এমন দাবি তুলেছি, এবং এটা কার্যকর করেই ছাড়ব।‘

উক্ত সংগঠনের এক সদস্যের সাথে কথা বললে তিনি বললেন, ‘আমি আমার সিভি, কলেজের ভর্তি ফরম থেকে শুরু করে এখন সব জায়গায়ই স্ন্যাপচ্যাটের ছবি ইউজ করতেছি। আগামী সপ্তাহেই আমি আমার ভোটার কার্ডের ছবি তুলতে যাব। আমি ডেফিনেটলি চাই এরমধ্যে আমাদের দাবি পূরণ হোক।‘

সভাপতির সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে দ্বিমত প্রকাশ করে জানালেন, ‘দাবি পূরণের পর আসবেন। এখন কথা বলতে ইচ্ছুক না।‘

১৬১ পঠিত ... ১৭:১০, জানুয়ারি ২৯, ২০২৩

Top