বইমেলাকে সামনে রেখে শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন লেখকরা

২১৬ পঠিত ... ১৭:১৩, জানুয়ারি ২৩, ২০২৩

Boimela (1)

ঘনিয়ে আসছে বইমেলা। ফেসবুকে লেখকদের প্রোফাইলের দিকে তাকালেই দেখা যাচ্ছে জোর প্রস্তুতি। লেখকদের কভার ফটো জুড়ে জ্বলজ্বল করছে বইয়ের কভার। কেউ কেউ চেঞ্জ করছেন প্রোফাইল পিকচারও। ফ্রেন্ডলিস্টের বন্ধুদের ইনবক্সে বইয়ের কভার পাঠিয়ে কেউ কেউ জানতে চাচ্ছেন নানান পরামর্শ।

এই বইমেলায় প্রথম বই বের হচ্ছে আবদুল আজিজের। প্রস্তুতিও বেশ বড়। প্রথম সন্তান বিষয়ক বেশকিছু স্ট্যাটাসও লিখে ফেলেছেন তিনি। আবদুল আজিজ বলেন, ‘প্রস্তুতিতে একটু এগিয়ে থাকতে হবে। সেজন্য আগে আগে শুরু করেছি। ইতোমধ্যে ফ্রেন্ডলিস্টের কাকে কাকে স্টল নম্বর লিখে মেসেজ দিবো তার লিস্টও করে ফেলেছি।‘

প্রতিদিন বইমেলায় যাওয়ার জন্য পাঞ্জাবি কিনেছেন কবি খায়রুল আজিজ। কিনেছেন চাদর। তবে প্রতিটি পাঞ্জাবির জন্য আলাদা আলাদা চাদর কিনতে পারেননি বাজেট স্বল্পতার কারণে। খায়রুল বলেন, ‘প্রথম ১৫দিনে ১০০ কপি বিক্রি হলে চাদর কিনে ফেলবো ইনশাল্লাহ।‘

সবচেয়ে জোরালো প্রস্তুতি নিয়েছেন শাহাদাত হোসেন নামের এক লেখক। ইতোমধ্যে তার বইয়ের পঞ্চম সংস্করন ছাপানো হয়ে গেছে। কাজ চলছে সপ্তম সংস্করণের।

কিছু কিছু লেখক বইমেলা উপলক্ষে জোগাড় করছেন নতুন গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডও। এমনই এক লেখক বলেন, ‘আমি দুইটা গার্লফ্রেন্ড জোগাড় করছি। কারণ, বইমেলাতে অটোগ্রাফ ফিতে দুইটা কলম লাগে। দুইটা গার্লফ্রেন্ড দুইটা কলম দিবে। ওইগুলা দিয়াই অটোগ্রাফ দিবো।‘

২১৬ পঠিত ... ১৭:১৩, জানুয়ারি ২৩, ২০২৩

Top