হু হু করে কমছে শীত, আতংকে বাংলার ভুড়িম্যানরা

১৮৮ পঠিত ... ১৭:০৪, জানুয়ারি ২২, ২০২৩

হু-হু-করে-কমছে-শীত,-আতংকে-বাংলার-ভুড়িম্যানরা

কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর কমতে শুরু করেছে শীত। আর এতে করেই হতাশা এবং আতংকে দিন কাটাচ্ছেন বাংলার ভুড়িম্যানরা। বাংলাদেশে বলতে গেলে শীতকালটাই ভুড়িম্যানদের জন্য একমাত্র আদর্শ সময়। কারণ এ সময়টাতেই কেবল চাদর কিংবা জ্যাকেটের লেয়ার দিয়েই তারা তাদের ভুড়িকে লুকিয়ে রাখতে পারেন।

ভুড়িম্যানদের একজনের সাথে এই ব্যাপারে কথা বলতে তাকে বেশ বিমর্ষ দেখা যায়। প্রথমে তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে এক প্লেট কাচ্চির লোভ দেখালে তিনি বলেন, ‘খুব কষ্ট হচ্ছে ভাই। কেন শীত আসে বাংলার আকাশে এই অল্প কয়েকটা দিনের জন্য বলতে পারেন ভাই? আমরা তো তুষারপাত চাইনি কিংবা চাইনি মাইনাস ডিগ্রি। শুধু চেয়েছি একটু ঠান্ডা পরিবেশ যাতে আমরা আমাদের ভুড়িটাকে ক্রাশের সামনে লুকিয়ে রাখতে পারি।’

অন্যদিকে ভুড়িম্যানদের সংগঠন ‘বাংলার ভুড়িম্যান্স’(বাভুম) এত তাড়াতাড়ি শীত কমায় লিখিতভাবে আপত্তি জানিয়েছে। এই আপত্তিপত্রে তারা শীত কমে গেলেও আর্টিফিশিয়ালভাবে মার্চ মাস পর্যন্ত শীত বজায় রাখার দাবিও জানিয়েছে।

১৮৮ পঠিত ... ১৭:০৪, জানুয়ারি ২২, ২০২৩

Top