পুরো আমেরিকা কিনে ফেলার প্ল্যান করছে বাংলাদেশি দুর্নীতিবাজরা

২৭৬ পঠিত ... ১৭:২৩, জানুয়ারি ০৯, ২০২৩

পুরো-আমেরিকা-কিনে-ফেলার-প্ল্যান-করছে-বাংলাদেশি-দুর্নীতিবাজরা

আমেরিকার যুক্তরাষ্ট্রে একাই ১৪টি বাড়ি কিনেছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। অর্থপাচারের মাধ্যমে এইসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দৈনিক সমকালের এক প্রতিবেদন মারফত এমন তথ্য জানা যায়।

এদিকে তাকসিমের এমন সফলতায় অনুপ্রেরণা নিচ্ছে দেশের আপামর দুর্নীতিবাজরা। পর্যাপ্ত সুযোগ পেলে আমেরিকাই কিনে ফেলার ইচ্ছা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ দুর্নীতিবাজ সংঘটনের সভাপতি জানালেন, ‘শত সীমাবদ্ধতার মাঝেও তাকসিম ভাই দেখিয়েছেন আমরা কী করতে পারি। আজ ১৪টা বাড়ি হয়েছে, কাল ২৮টা বাড়ি হবে। এরপর একদিন আমেরিকাই কিনে ফেলতে পারবো আমরা। হয়তো এভাবেই একদিন এই পৃথিবীর মালিক হবে বাংলাদেশ।‘

দেশের নানান অব্যবস্থাপনা, পদে পদে বাধাসহ নানান সমস্যার কারণে নিজেদের যোগ্যতাকে মেলে ধরতে পারছেন না বলে জানান দুর্নীতিবাজ সহসভাপতি। তিনি বলেন, ‘নানান সুবিধার পাশাপাশি আমাদের এখানে নানান অসুবিধাও আছে। আমরা শান্তিমত দুর্নীতি করতে পারি না। পত্রিকায় নিউজ হয়ে যায়, মানুষ ফেসবুকে নানান সমালোচনা করে, আমাদেরকে বুলি করে। এত সীমাবদ্ধতার মাঝেও দুর্নীতি, টাকা পাচার, বিদেশে বাড়ি কেনার মাধ্যমে আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। করে যাবো।‘

এ বিষয়ে তাকসিম এ খানের সাথে এক গোপন কাল্পনিক সাক্ষাৎকারে বসলে তিনি জানালেন, ‘আমার একারই ৫০টা বাড়ি কেনার টার্গেট ছিল। নিউজ চ্যানেলের জন্য ১৪টা করে মাঠে মারা খেলাম। পোলাপান আমাকে দেখে শিখছে এটা আমার খুবই ভালো লাগছে। এ যুগের ছেলেমেয়েরা মনে করে টাকা-পয়সা হারাম খেতে পারলেই হলো, তাদের ভুল ভাঙা উচিৎ।‘

২৭৬ পঠিত ... ১৭:২৩, জানুয়ারি ০৯, ২০২৩

Top