আউট করে স্যালুট না দেয়ার জন্য এবাদতের কাছে হাতজোড় করে অনুরোধ ভিরাট কোহলির

৪৮২ পঠিত ... ১৫:৪০, ডিসেম্বর ০৮, ২০২২

Salute

চলছে বাংলাদেশ-ভারতের ওয়ানডে ম্যাচ। এরই মধ্যে গতকাল দ্বিতীয় ওভারেই কোহলিকে আউট করেছেন এবাদত। আউট করার পরপর উল্লাসের সাথে দ্বিতীয়বারের মত স্যালুটও দিলেন তিনি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে মাঠ থেকে নেমে আমাদের রিপোর্টারের মাধ্যমে কোহলি এবাদতদের কাছে, হাতজোড় করলেন, স্যালুট না দেয়ার জন্য।

কোহলি জানালেন, ‘এবাদতের বলের থেকেও স্যালুটের অনেক শক্তি। ভালো বল করলে কী এমন হয়? আউট হয়ে যাই, বেশি রান করতে পারি না। এই তো। কিন্তু, ও স্যালুট দিলেই আমার প্রায় ৩ বছরের জন্য সেঞ্চুরি করা বন্ধ হয়ে যায়। সেঞ্চুরিতো আমার একটা প্যাশন! এভাবে এটা বন্ধ করা কী ঠিক আপনারাই বলেন? আমি এবাদতের কাছে হাতজোড় করে বলছি, আমাকে আউট করো সমস্যা নাই কিন্তু স্যালুট করো না।‘

কোহলির এমন স্টেটমেন্ট সম্বন্ধে দলের বাকিদের জিজ্ঞেস করলে, শিখর ধাওয়ান বললেন, ‘আমি আর কী বলব ভাই। আমারেওতো  দশ বলে আউট করে দিছে। এবাদত ভাইয়ের হাতে যে আউট হই নাই এইটাই অনেক। সে আউট করলেইতো স্যালুট দিতো আমারও ব্যবসায় লাল বাত্তি জ্বলতো।‘

এদিকে বাংলাদেশের সাকিব আল হাসানের থেকে জানতে চাইলে তিনি বললেন, ‘সেঞ্চুরি করা যেমন কোহলির প্যাশন একইভাবে স্যালুট করা এবাদতের প্যাশন! ওকে আমি আটকাতে পারব না ভাই।‘

৪৮২ পঠিত ... ১৫:৪০, ডিসেম্বর ০৮, ২০২২

Top