বেকার অ্যালিসনকে চাকরি দিতে চায় বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান

৭৫৯ পঠিত ... ১৬:০৯, নভেম্বর ২৯, ২০২২

Bekar-alison-chakri

প্রতিপক্ষের আক্রমণভাগ ব্রাজিলের গোলপোস্টে তেমন শট নিতে পারে না দেখে মাঠে একপ্রকার বেকার সময়ই কাটান ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকার। এবার এই বেকার অ্যালিসনকে চাকরি দেয়ার কথা ভাবছে বাংলাদেশের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান।

দেশে বেকারত্ব দূর করার ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের এমডি। তিনি বলেন, ‘আর্তমানবতার সেবায় এগিয়ে আসতেই আমাদের এমন সিদ্ধান্ত। আমরা চাই দেশে আর কোন বেকার না থাকুক।‘

কবে চাকরি দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘পত্রিকাগুলোকে বলা হইছে। আমাদের চেয়ারম্যান স্যার আসলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করে দেশবাসীকে জানিয়েই তাকে চাকরি দেয়া হবে।‘

অ্যালিসনের জন্য রিসেপসনিস্টের চাকরির অফার দিচ্ছেন অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির এমডি বলেন, ‘একটি মেধাবি ছেলে কেন বেকার থাকবে? আমাদের মট প্রতিষ্ঠান থাকতে এমনটা হতে পারে না। মাসে ৭০০০ টাকা বেতনে আমরা তাকে ৩ মাসের জন্য রিসেপশনিস্তের চাকরি দিতে চাই।‘

এদিকে রাজধানীর গুলশানে অবস্থিত একটি প্রাইভেট প্রতিষ্ঠানকে অ্যালিসন বেকারের চাকরি সম্পর্কে জিজ্ঞেস করলে প্রতিষ্ঠানে মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘কে বেকার? ও যে বেকার এটা সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে প্রচার হইছে? চাকরি দিলে মিডিয়া কাভারেজ কেমন পাবো? অন্তত ১ কোটি রিচের কম হলে হবে না।‘

৭৫৯ পঠিত ... ১৬:০৯, নভেম্বর ২৯, ২০২২

Top