নীল হওয়ায় আকাশের দিকে তাকানো বন্ধ করে দিলেন ব্রাজিল সমর্থকরা

৪৩৩ পঠিত ... ১৬:৩৩, নভেম্বর ১৭, ২০২২

Akash

আকাশের রং নীল হওয়ায় এখন থেকে আর আকাশের দিকে তাকাবেন না ব্রাজিল সমর্থকরা। মূলত আর্জেন্টিনার জার্সির প্রতি ক্ষোভ থেকেই তাদের এমন সিদ্ধান্ত পাশাপাশি হলুদ রংয়ের জন্য আর্জেন্টিনা সমর্থকদের খিচুড়ি বয়কটের পর থেকেই তারাও এমন একটা সুযোগ খুঁজছিলেন। অবশেষে ‘আগে কাপ পেয়ে দেখাও’নামক একটি বাংলাদেশি ব্রাজিলপন্থী গবেষণা প্রতিষ্ঠান নিজেদের বেকার গবেষকদের মাধ্যমে আকাশের দিকে না তাকানোর মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের জব্দ করার উপায়টি বের করে এনেছেন।

এ ব্যাপারে ‘আগে কাপ পেয়ে দেখাও’এর সিনিয়র ফেলো গড়াগড়ি আলম আমাদের বলে,ন ‘রংয়ের জন্য যদি ওরা খিচুড়ি বয়কট করে আমাদের অপমান করতে পারে, তবে আমরা কেন পারবো না? ওদের মতে পুরো আকাশটাই তো ওদের। তাই আমরা কয়েক সপ্তাহের গভীর গবেষনার মাধ্যমে এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে আকাশের দিকে তাকানো বয়কট করলেই ওদের একটা দাঁতভাঙ্গা জবাব দেওয়া সম্ভব। তবে আমরা যে সবসময় আকাশের দিকে তাকাবো না ব্যাপারটা এমন নয়, বৃষ্টি কিংবা কুয়াশাছন্ন দিনগুলো যেদিন আকাশ নীলের বদলে ধূসর থাকবে সেদিন আমরা আকাশের দিকে তাকাবো।’

৪৩৩ পঠিত ... ১৬:৩৩, নভেম্বর ১৭, ২০২২

Top