আর্জেন্টিনার ফ্যানদের কাছে ধৈর্য্যের শিক্ষা নিতে চান রবার্ট ব্রুস

৪৮৭ পঠিত ... ১৭:৫৩, নভেম্বর ১৪, ২০২২

Robert-bruce

ধৈর্য্যের পরীক্ষায় আর্জেন্টিনার ফ্যানদের ধারেকাছেও কেউ নেই। সেই প্রাগৈতিহাসিক যুগে বিশ্বকাপ জেতার পর তাদের বিশ্বকাপ খরা যেন কাটছেই না। তারপরেও প্রতি বিশ্বকাপে আশায় বুক বেঁধে খেলা দেখতে বসেন তাদের ফ্যানরা। নিজেদের কাপ না থাকলেও ধৈর্য্য নিয়ে কাপ জেতা অন্য দলকে নিয়ে ট্রল করতেও তাদের রয়েছে বিশেষ দক্ষতা। আর এসব জানার পরই আর্জেন্টিনা ফ্যানদের কাছে ধৈর্য্যের শিক্ষা নিতে চান রবার্ট ব্রুস। আর্জেন্টিনার ফ্যানদের ধৈর্য্যকে তিনি আউট অফ দ্য ওয়ার্ল্ড বলেও আখ্যায়িত করেছেন। তার মতে মানব সভ্যতা যদি আরো অনেক বেশি বিকশিত হতো বা যুদ্ধ বিগ্রহ আরো অনেক কম হতো যদি সবাই কিছু না পেয়েও আর্জেন্টিনা ফ্যানদের মত এত  ধৈর্য্যশীল হতো।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য রবার্ট ব্রুসকে কল করা হলে তিনি বলেন ‘আসলে আমি তো অভিভূত, ধৈর্য্যের পরীক্ষায় তো আমিও তাদের কাছে হেরে গিয়েছি। এত না পাওয়া নিয়েও মানুষ কিভাবে এত ধৈর্য্য ধরে রাখতে পারে, আমি আর্জেন্টিনা ফ্যানদের কাছ থেকে এ ব্যাপারে কোচিং নিতে চাই। বিশেষ করে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বাংলাদেশ শাখা থেকে কোচিং করতে পারলে আমার জন্য অনেক বেশি উপকার হবে।’   

রবার্ট ব্রুসের খবর পাওয়ার পর বাংলাদেশি এক আর্জেন্টিনা ফ্যান ফার্মগেটে ধৈর্য্যের শিক্ষা দেওয়ার কোচিং সেন্টার দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন বলেও আমরা জানতে পেরেছি। আমাদের ব্রাজিল সমর্থক প্রতিবেদক নিজের পরিচয় লুকিয়ে তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ‘এমনিতেও তো আমাদের তেমন কোন পাওয়া নেই নিজের দলের থেকে, এখন যদি তাদের কাপের জন্য অপেক্ষার করতে করতে যে ধৈর্য্যের স্কিল আমরা ডেভেলপ করেছি সেটি দিয়ে টু-পাইস কামিয়ে নেওয়া যায় খারাপ কী? দেশের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্যেও আমরা অনলাইনভিত্তিক একটি ধৈর্য্যশিক্ষা অ্যাপ চালু করার চিন্তাভাবনা করছি, দেখা যাক কী হয়।’

৪৮৭ পঠিত ... ১৭:৫৩, নভেম্বর ১৪, ২০২২

Top