ফিফার বদলে আইসিসির অধীনে ফুটবল বিশ্বকাপ চায় আর্জেন্টিনার সমর্থকরা

১০৪৪ পঠিত ... ১৬:০৯, নভেম্বর ১২, ২০২২

ICC

অনেকদিন ধরে বিশ্বকাপ জেতা হচ্ছে না আর্জেন্টিনার। তাই এবার ফিফাকে বাদ দিয়ে আইসিসির অধীনে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দাবী জানিয়েছেন বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। তাদের দাবী, শুধুমাত্র আইসিসি ফুটবল বিশ্বকাপ আয়োজন করলেই তাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। কারণ ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্পন্সরশিপের জন্য আইসিসি যেমন মাঝেমধ্যে একটু চালাকি করে, তেমনভাবে তাদের মেসির স্পন্সরশিপের কারণেও আইসিসির চালাকিতে তারাও বিশ্বকাপ জিতে ফেলতে পারবেন বলে তাদের বিশ্বাস। পাশাপাশি রেফারির বদলে আর্জেন্টিনার ম্যাচগুলোতে তারা আইসিসির আম্পায়ারদেরও চেয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে জানার জন্য ‘আমরা কাপের জন্য খেলি না’নামক আর্জেন্টিনাপন্থী এক সংগঠনের নেতা বলেন, ‘দেখুন, বিষয়টা পানির মত পরিস্কার। ফিফার ফেয়ার প্লে দিয়ে বিশ্বকাপ জেতা হচ্ছে না আমাদের। আর এখন টেকনোলজি এত অ্যাডভান্স যে ইশ্বরের হাত এসেও আমাদের আর বিশ্বকাপ জেতাতে পারবে না। তাই আমরা ভেবে দেখলাম আইসিসিই আমাদের শেষ ভরসা। পাশাপাশি এক সেভেন আপ দিয়ে ব্রাজিলকে আর কত পঁচাবো? আমাদেরও তো মন চায় একটু বিশ্বকাপ জিতি।’   

তবে আইসিসি ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কিনা সে ব্যাপারে তাদের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তা নিজের ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের জানান ‘ভাই আইসিসি ফুটবল বিশ্বকাপ আয়োজন করা শুরু করলে আমাদের তো আকাশ ভরা তারা। ক্রিকেটে আম্পায়ারের হেল্প নিয়ে সেমিফাইনাল অবদি গেলেও ফুটবলে তো ফার্স্ট রাউন্ডেই বাদ হয়ে যাবো।’

১০৪৪ পঠিত ... ১৬:০৯, নভেম্বর ১২, ২০২২

Top