বেগুনের বিকল্প হিসেবে ঝিঙেকে বেছে নিতে বলায় হতাশায় মুষড়ে পড়েছে মিষ্টি কুমড়া  

৮৬১ পঠিত ... ১৫:৫৫, নভেম্বর ০৫, ২০২২

Hotash-misti-kumra

একাত্তর টিভির টকশোতে বেগুন নিয়ে গবেষণা করা এক গবেষককে বেগুনের বদলে ঝিঙ্গা নিয়ে কেন গবেষণা করেননি সে সংক্রান্ত প্রশ্ন করেছিলেন জনৈক ইউটিউব বিশেষজ্ঞ, আর এতেই মুষড়ে পরেছে মিষ্টি কুমড়া। জানা যায় এতদিন বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানানোয় সবজি সমাজে বিশেষ সম্মান পেয়ে আসছিলো কুমড়া, তবে এই সংবাদ ছড়িয়ে যাওয়ার মুষড়ে যাওয়ার পাশাপাশি কান্নাতেও ভেঙ্গে পরেছে বাংলার সব কুমড়া। এ ব্যাপারে এক কুমড়ার কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি রান্নার চুলায় থাকা অবস্থায় কান্নাজড়িত কণ্ঠে বলেন ‘এ কেমন বিচার বলেন, সারাজীবন বেগুনের অল্টারনেটিভ হিসেবে বেগুনিতে ঢুকে সব স্যাক্রিফাইস করে আসলাম আমরা, আর এখন আপন হয়ে গেলো পাশের ক্ষেতের ঝিঙ্গা, আমরা এখন পুরনো হয়ে গেছি তাই না?’ বলেই কুমড়াটি অভিমানে কড়াইয়ে গলে যান। 

এদিকে কুমড়ার এমন অপমানে রাগে ক্ষোভে ফেটে পরেছে নিখিল বাংলা কুমড়া লাভার সমিতির সদস্যরা। সমিতির সভাপতি কুমড়োদ্দিন কুমড়ার জুস ট্যাশ করে খেতে খেতে আমাদের বলেন ‘আমরা সেই ইউটিউব বিজ্ঞানীর শাস্তি দাবি করছি, পাশাপাশি কুমড়াকে আমাদের জাতীয় সবজি ঘোষনার দাবিও জানাচ্ছি। এ দাবির একটিও যদি বাস্তবায়ন না হয় তবে আমের জুসের জন্য কুমড়ার চালান আমরা বন্ধ করে দেবো।’

 

 

 

 

 

৮৬১ পঠিত ... ১৫:৫৫, নভেম্বর ০৫, ২০২২

Top