ইট বেঁধে সিভি ভারী করার চেষ্টা করছেন নর্থসাউথের অনিক

৮০৮ পঠিত ... ১৮:০৪, নভেম্বর ০২, ২০২২

CV-te-it

সিভি ভারী করার মত তেমন কোন অর্জন না থাকায় ইট বেঁধে সিভি ভারী করার চেষ্টা করছেন নর্থসাউথের অনিক নামের এক ভাই। অনিক ভাইয়ের এমন অভিনব উপায়ে সিভি ভারী করার খবর শুনে বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠান থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়। এমন যুগান্তকারী আবিস্কারের জন্য অনিককে নিজ প্রতিষ্ঠানের রকেটে করে নেপচুনে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন এলন মাস্ক, নিজের এক ফেক অ্যাকাউন্ট থেকে টুইট বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

সিভি ভারী করার এমন বুদ্ধি কোথা থেকে পেলেন, এ ব্যাপারে অনিক ভাইয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ‘ইউনিভার্সিটি জীবনে না করলাম পড়ালেখা, না ডেভেলপ করলাম কোনো স্কিল, এখন ভারী সিভি ছাড়া চাকরি কেমনে পাই বলেন? গত সপ্তাহে চা খেতে খেতে মাথায় এলো স্কিলের কী দরকার, ইট বাঁধলেও তো সিভি ভারী হবে, সিভি ভারী হওয়াই তো আসল, তাই না কি বলেন! হে হে…’

এছাড়া নোবেল কর্তৃপক্ষও অনিককে আগামী বছরে এই উদ্ভাবনের জন্য নোবেল দেওয়ার কথাও চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে রয়্যাল সুইডিশ একাডেমির এক মুখপাত্র নিজের মুখ লুকিয়ে আমাদের ভিডিও বার্তায় বলেন ‘অনিক ভাইয়ের উদ্ভাবনী চিন্তাশক্তি দেখে তো আমাদের সংস্থার প্রেসিডেন্ট ইতিমধ্যে কোমায় চলে গিয়েছেন, আমরাও যাবো যাবো করছি,  তাই কোমায় যাওয়ার আগেই ভাবছি একটা নোবেল পুরস্কার ইডেন থেকে বাংলাদেশে অনিক ভাইয়ের গায়ে জলদি ছুঁড়ে মারার ব্যবস্থা করতে।’

৮০৮ পঠিত ... ১৮:০৪, নভেম্বর ০২, ২০২২

Top