আড়াই, সোয়া, পৌনে, দেড়-এর হিসেব বোঝানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যোগ হচ্ছে নতুন কারিকুলাম

৪৭৫ পঠিত ... ১৩:৪৬, অক্টোবর ১৫, ২০২২

English-medium

বাংলাভাষা প্রধান এই দেশে ইংরেজি প্রধান হয়ে বাস করার মতো বিড়ম্বনা আর নেই। এরই ভুক্তভোগী বেশিরভাগ ইংলিশ মিডিয়াম ও কিছুসংখ্যক ইংলিশ ভার্সনের ছাত্ররা। সম্প্রতি এক ভুয়া জরিপে দেখা গেছে ঠিকঠাক বাংলায় কমিউনিকেশন করতে না পারায় সবচেয়ে বেশি মনোকষ্টের ভেতরে বাস করে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা। এক ভুয়া সূত্রে জানা গেছে অন্যসব হিসেব মিলাতে পারলেও আড়াই, সোয়া, পৌনে, দেড়-এর হিসেব মেলাতে বেশ হিমসিম খেতে হয় তাদের। এমন সমস্যা সমাধানে নতুন এক কোর্স নিয়ে আসলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। 

এ ব্যাপারে ফারহান শেখ ডেভিড নামের এক এইটথ গ্রেডার (ক্লাস এইট) জানান, ‘আই ইউজড টু ডেট আ বাংলা মিডিয়াম গার্ল। শি ওয়াজ প্রিটি নাইস। একদিন বললো সোয়া সাতটায় ডেকে দিতে কজ শি হ্যাড এক্সামস। আমি তো আর বুঝি না সোয়া মানে কি, অনেক কষ্টে গুগল করে তাকে ডাকলাম ৭ টা ৪৫ এ। য়ু ক্যান্ট বিলিভ, শি ব্রোক আপ উইথ মে রাইট দ্যট মোমেন্ট। আই ওয়াজ সো সো আপসেট।  এই কোর্সটা দেখে অতীতের কথা মনে পড়ে গেলো।  আমার মতো ভাগ্য যাতে আর কারো না হয়... ’ এই বলে পকেটা থাকা হোয়াইট হ্যান্ডকারচিফ দিয়ে চোখ মুছেন শেখ ডেভিড।

শুধু সময় সংক্রান্ত এই জটিলতাই কেবল নয়, ইংলিশ মিডিয়ামের এরা হাজির হয়েছেন তাদের নিজস্ব দাবি নিয়ে। জানা গেছে, দেবর, ভাসুর, জা, ননাস, নন্দা, তালই, মাওয়ই ইত্যাদি শেখার জন্য আলাদা একটি কোর্স তারা দাবি করছেন। এ ব্যাপারে ক্লাস লিডার মারিয়া ক্রিসি বলেন, ‘উই হ্যাভ টু ম্যারি সামডে। এখন থেকে প্রিপারেশন না নিলে হাউ উইল উই বি সারভাইভিং?প্লিজ লেটস অ্যারেঞ্জ দ্য কোর্স... ’

বোর্ড অব ইংলিশ মিডিয়াম স্কুল'স জানিয়েছেন তারা ইতিমধ্যে এ ব্যাপারে কাজ করছেন। খুব শীঘ্রই নতুন কারিকুলামে যোগ হবে নতুন কোর্স। এদিকে এসব বাংলা মিডিয়ামের ছাত্ররা হাজির হয়েছে বিনা মেঘে বজ্রপাতের মতো। তাদের দাবি, ইংলিশ মিডিয়ামদের কারিকুলামে নতুন কোর্স যোগ হলে তাদেরও যোগ হতে হবে। দশম শ্রেণীর ছাত্র আব্দুল হাই জানান, ‘ভাই, আমগোর অবস্থাও বেশি ভালা না। মানুষ আইজকাল কী কয় কিছু বুঝি না। হলি কাউ, মোফোস,সিম্প, ফ্লেক্স টেক্স আরও কী কী জানি কয়, এইগুলা বুঝার জন্য আমাদেরক কোর্স দরকার..’

৪৭৫ পঠিত ... ১৩:৪৬, অক্টোবর ১৫, ২০২২

Top