হিমু অ্যাওয়ার্ড পাচ্ছে ইডেন কলেজ প্রশাসন

৪৪৬ পঠিত ... ১৭:০১, সেপ্টেম্বর ২৭, ২০২২

Himu-award

ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে সিট-বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি ও ছাত্রীদের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। গত আগস্টেও নির্যাতনের সময় ২ শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সভাপতি তামান্না জেসমিন রীভার বিরুদ্ধে। সর্বশেষ গতকাল কলেজ ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পরও নিশ্চুপ থাকতে দেখা গেছে ইডেন কলেজ প্রশাসনকে। ম্যাডামদের চেয়ে ছাত্রলীগের সভাপতির ক্ষমতা বেশি, এমন মন্তব্যও টলাতে পারেনি তাদের। নিশ্চুপ থাকায় এমন অভাবনীয় পারফর্মেন্সের জন্য সম্মানসূচক হিমু অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন কলেজটির প্রশাসন।

আন্তর্জাতিক হিমু সোসাইটির সভাপতি নিজের এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘হিমুরা কিছু বলে না, শুনে না, শুধু দেখে। হিমুদের এই বিশেষ গুণ বেশ সক্ষমতার সাথেই ধরে রেখেছেন ইডেন কলেজ প্রশাসন। হিমু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এই মুহূর্তে তাদের চেয়ে যোগ্য কেউ নেই!’

তবে ইডেন কলেজের পাশাপাশি দেশের আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে হিমু অ্যাওয়ার্ড দেবেন বলে জানান হিমু সোসাইটি। এই তালিকায় প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর তুমুল মারামারিতেও নিজেদের চুপ রেখে হিমু হওয়ার গৌরব অর্জন করেছেন তারা।

এদিকে এমন অ্যাওয়ার্ড পেয়ে খুশীতে আত্মহারা হয়ে গিয়েছে ইডেন কলেজ প্রশাসন। এক ফেক জ্বালাময়ী বক্তব্যে ইডেন প্রশাসনের এক কর্তা ব্যক্তি বলেন, ‘আপনারা সবসময় বলেন, আমরা কিছু করি না। কিছু না করেই যদি অ্যাওয়ার্ড পাওয়া যায় তাহলে কিছু করে সময়, শ্রম ও ঘাম নষ্ট করার কী দরকার!’

৪৪৬ পঠিত ... ১৭:০১, সেপ্টেম্বর ২৭, ২০২২

Top