বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করায় বিমানবন্দর কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানালেন বিমানবন্দরের চোর সমাজ

২৩৫ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ২২, ২০২২

Boideshik-mudra-orjone

বিমানবন্দর থেকে যাত্রীদের জিনিসপত্র, অর্থ চুরি হয়ে যাওয়ার অভিযোগ অনেক দিনের। সম্প্রতি সাফ জয়ী ফুটবল দলের দুই সদস্যের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা সমমূল্যের ডলার চুরি হয়েছে বলে জানা গেছে। কারা চুরি করেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও একটি অবিশ্বস্থ সূত্র থেকে জানা গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিমানবন্দরের আপামত চোর সমাজ।

বিমানবন্দর কর্তৃপক্ষ এভাবে ডলার চুরি করার সুযোগ করে দেয়ার মাধ্যমে দেশকে বৈদেশিক মুদ্রায় স্ব্যয়ংসম্পূর্ণ করার সহযোগীতার জন্য এমন শুভেচ্ছা জানিয়েছেন তারা।

বিমানবন্দরের এমনই এক বিখ্যাত চোর কৃতজ্ঞ চিত্তে বলেন, ‘ওনারা না থাকলে আমরা দেশকে এই অর্জন এনে দিতে পারতাম না। অনেক মানুষ আমাদের পেছনে লেগে থাকলেও নানাভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এই সুযোগ করে দেন। আমরা কেবল চুরিটা করি, আসল কৃতিত্ব তো ওনাদের পাওনা।‘

সুযোগ পেলে ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের কর্মকান্ডের বিস্তার করতে চান বলে জানান এই চোরেরা। এক চোর বলেন, ‘ওনারা যেভাবে আমাদের সহযোগীতা করছেন এই সহযোগিতাটা যদি আরেকটু বাড়ান তাহলে আমরা দুবাই, সিঙ্গাপুর, হিথ্রো এয়ারপোর্টের মত বড় বড় এয়ারপোর্টেও নিজেদের সমৃদ্ধ করতে পারি। দিনশেষে তো দেশেরই জিডিপি বাড়বে।‘

২৩৫ পঠিত ... ১৭:০৩, সেপ্টেম্বর ২২, ২০২২

Top