বিয়েতে দেনমোহর হিসেবে ১০০ টি বইয়ের সাথে একটি চেক বই চান বুকস্টাগ্রামার ফারিয়া

৩৮৮ পঠিত ... ২৩:০৫, সেপ্টেম্বর ১৮, ২০২২

Biyete-chequebook

দেনমোহর নিয়ে এখনো বেশিরভাগ মেয়েদের কত জল্পনা-কল্পনাই না দেখা যায়! অথচ সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া নিখিল ও সান্ত্বনার বিয়ের দেনমোহর সংক্রান্ত ঘটনাটি নজর কেড়েছে অসংখ্য মানুষের। পাত্রী সান্ত্বনা  ভালোবাসার মানুষ নিখিলের কাছে দেনমোহর হিসেবে দাবি করেছেন ১০১টি বই। এ ঘটনায় অনুপ্রাণিত হয়ে আরও অনেক তরুণীই তাদের নিজস্ব চাওয়ার কথা ব্যক্ত করছেন। অদ্ভুত ব্যাপার হলো, ফারিয়া নামের গুলশানের এক বুকস্টাগ্রামার পাত্রের কাছে দাবী করেছেন একশটি গল্পের বইয়ের সাথে একটি চেকবই।  

এ ব্যাপারে ফারিয়া জানান, ‘বই ছাড়া আমার চলে না। অ্যান্টিক বইসহ আরও নানারকম বইয়ের কালেকশন আমার। ইনস্টাফিডে আমাকে সবসময়ই দেখা যায়, ফলোয়ারও প্রায় দশ হাজার। তাই দেনমোহর হিসাবেও বয়ফ্রেন্ডের কাছে বই চেয়েছি।  তবে শুধু বই দিয়ে তো আর হবে না, একশোটা বইয়ের সাথে একটা চেকবইও আছে।’ এই বলে লাজুক হাসেন ফারিয়া। 

তবে শুধু বই-ই নয়, আরও অদ্ভুত জিনিসও চেয়েছেন কেউ কেউ। লাবণী (২৫) নামের আরেক তরুণী জানান, ‘আমার বয়ফ্রেন্ডের মধ্যে একটু ফাকবয় স্বভাব আছে। জীবনেও ওর কোনো পাসওয়ার্ড আমাকে দেয় নাই৷ তাই এবার শক্ত করে বলে দিছি দেনমোহর হিসেবে ফেসবুকের পাসওয়ার্ড না দিলে বিয়েই করবো না। দেখি শালায় কই যায়..’

তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাজী সাহেব বলেন, ‘ব্যাপারডা পছন্দ হইলো না। বিয়ের পর প্রতিবার ঝগড়া লাগলেই তো একটা কইরা বই বেইচা দিবে। বিয়ের ছয়মাসের মধ্যে পুরা দেনমোহর সোল্ড। ব্যাপারটা ভাবতে পারেন?’

৩৮৮ পঠিত ... ২৩:০৫, সেপ্টেম্বর ১৮, ২০২২

Top