আগামী বইমেলায় আসছে তসলিমা নাসরিনের নতুন বই ‘সোনামনিদের বাংলা নাম’

১৩১৬ পঠিত ... ১৯:১৮, আগস্ট ১১, ২০২২

Taslima-nasriner-boi

বাংলাদেশ জ্ঞানী ব্যক্তিদের অফুরন্ত ভাণ্ডার। তাদের মধ্যে তসলিমা নাসরিনের মতো মেধাবী ও দিক সর্বস্ব জ্ঞানী দেশে আর দ্বিতীয়টি নেই। চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই—সবখানেই তার সমান দক্ষতা। তবে এবার জানা গেলো তার আসন্ন কর্মকাণ্ড সম্পর্কে। আসছে বইমেলায় সাহিত্য বাদ দিয়ে শিশুদের বাংলা নামের উপর একটি বই লিখছেন। চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজের সন্তানের নাম সম্পর্কে একটি স্ট্যাটাস দেওয়ার পর পরই এই তথ্যটি নিশ্চিত করেছে একটি ভুয়া সূত্র।  

ক'দিন আগে সুস্মিতা সেনের প্রেম বিষয়ক এক স্ট্যাটাসের মাধ্যমেও আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে তসলিমার অনুমতি না নিয়ে প্রেম করায় ভীষণ অনুতপ্ত হন সুস্মিতা। শুধু তাই নয়, তসলিমার বাসার সামনেও লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয় এই লেখিকার অনুমতি পাবার। এবারও তার ব্যতিক্রম নয়। ভারতে তার বাসার সামনে জড় হচ্ছেন অসংখ্য সদ্যোজাত শিশু ও তার পরিবার। তাদের একটাই আবদার, তসলিমা দিদি যাতে তাদের শিশুটির নাম রেখে দেন।

এ ব্যাপারে সমাগমে থাকা কেয়া (২৫) নামের এক তরুণী বলেন, ‘তিন-চার বছরের ভেতর বিয়ে করবো। আরও তিন চার বছরের ভেতর বাচ্চা নেবো। তবুও বাচ্চার নাম নিয়ে ভীষণ এক্সাইটেড। দিদির কাছে এসেছি একটা ইউনিক বাংলা নাম রাখতে। আফটার অল, দিদি ইজ অলওয়েজ রাইট...’

এদিকে আসন্ন বই সম্পর্কে তসলিমা নাসরিন জানান, ‘চিন্তা করে দেখলাম সাহিত্য নিয়ে আর কতদিন পড়ে থাকবো। এখন অন্যান্য ক্ষেত্রেও পাখির মতো বিচরণ করবো। আমি সব বিষয়েই  জ্ঞান রাখি। কে, কোথায়, কীভাবে কী করছে সব বিষয়ে আমার সাথে ডিসকাস করে গেলে জীবনে কখনো ব্যর্থতা আসবে না। আসলে যা বলি তোমাদের ভালোর জন্যই বলি...আর বই প্রসঙ্গে বইমেলার  সারপ্রাইজের জন্য তোলা থাকলো। তবে এতটুকু বলতে পারি, কেউ নিরাশ হবে না। বাহারি রকম নাম আছে।’

প্রেমানন্দ (২৫) নামের এক তসলিমা নাসরিন ভক্ত জানিয়েছেন বেশ চমৎকার একটি কথা৷ তিনি বলেন, ‘আজ সকালেই আমার দুটো টুইন ছেলে হয়েছে৷ আদর্শ তনাদি ভক্ত হিসেবে দুই ছেলের নাম ঠিক করেছি দিদির নামানুসারে। একজনের নাম তসলিম, আরেকজন নাসের। আপনারা সবাই দোয়া করবেন...’

১৩১৬ পঠিত ... ১৯:১৮, আগস্ট ১১, ২০২২

Top