গরুর বাজারে দামাদামির জন্য চাহিদা বাড়ছে বিবিএর শিক্ষার্থীদের

৯৪৮ পঠিত ... ১৭:০৬, জুলাই ০৪, ২০২২

BBA

দিন দিন বিবিএর শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে মার্কেটে। কুরবানির ইদ উপলক্ষে যোগ হয়েছে গরুর বাজারেও বিবিএর শিক্ষার্থীদের চাহিদা। বাঙালির বহু বছরের ঐতিহ্যের অংশ 'দরদাম' এর জন্যই মূলত বিবিএর শিক্ষার্থীদের এই সেক্টরে প্রয়োজনীয়তা বাড়ছে।

এ বিষয়ে eআরকির সঙ্গে কথা বলেন রাজধানীতে বসবাসকারী হাসান ইকরাম। তিনি বলেন, 'ছেলেকে এনএসইউ'র বিবিএ'তে ভর্তি করলাম দুই বছর আগে। এতদিন ধরে কী শিখলো তা যাচাই করতে তাকে এবার নিয়ে গেলাম গরুর হাটে। ওমা! দেখি ছেলে কিছুই শিখে নাই। হাটে যেয়ে দেখি ছেলে আমার দরদাম বাদ দিয়া গরু ব্যাপারিরে গরুর কেপিআই (KPI) জিজ্ঞেস করতেছে!’

হাসান ইকবালের মত আরও অনেকেই বিষয়টি নিয়ে হতাশ। আইবিএ-তে বিবিএ পড়া এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘পোলা বিবিএ পড়ে। নিয়া গেলাম গরুর হাটে। ৮০ হাজার টাকার গরু দুম করে ১ লাখ বলে দিলো! আইবিএ-তে ওরা কী শিক্ষা দিচ্ছে কে জানে!।’

এদিকে বিবিএ শিক্ষার্থীদের সঙ্গে ব্যাবসা করে ব্যাপারিদের অনুভূতি জানতে চাইলে এক ব্যাপারি বলেন, 'আর বইলেন না ভাই, সেদিন এক পোলা আসছিল, আইসা জিগায় গরুর মার্কেট ভ্যালু কত? কিছু না বুইঝা দাম কইয়া দিলাম। এরপর জিগায় গরুর বুক ভ্যালু কত? কইলাম গরুর বুকে তো মাংস আর মাংস, ভ্যালু অনেক ভাইসাব। এরপরও দেখি বারবার জিগায় যাইতেসে বুক ভ্যালু কত, বুক ভ্যালু কত! গরু বেচুম না বলায় আমাকে এইচআর, কমপ্লেইন আরো কত কী শুনাইলো!’ 

এই ব্যাপারি বিবিএর শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়লেও অন্যদিকে অনেকে তাদের প্রসংশাও করছেন। এক ব্যাপারি জানান, গরুর পাছায় কাস্টোমারদের ধমাধম থাপ্পড় দেওয়ার বাতিক দেখে এক বিবিএর শিক্ষার্থী তাকে বুদ্ধি দেয় এই থাপ্পড়কে মনেটাইজ করে ফেলার! এরপর থেকে ব্যাপারি তার গরুর সামনে ব্যানার টাঙ্গিয়ে দিয়েছেন—

'অফার! অফার! অফার!

গরুর পাছায় প্রতি থাপ্প*: ১০০ টাকা

১০০০ টাকার থাপ্প* এ পাচ্ছেন ২০ থাপ্প* এক্সট্রা!'

৯৪৮ পঠিত ... ১৭:০৬, জুলাই ০৪, ২০২২

Top